Home / জেলার খবর / মসজিদে কু’বা থেকে মুহাম্মদ আশরাফ আলীমুল্লহ সিদ্দিকীর সেচ্ছায় পদত্যাগের ঘোষণা

মসজিদে কু’বা থেকে মুহাম্মদ আশরাফ আলীমুল্লহ সিদ্দিকীর সেচ্ছায় পদত্যাগের ঘোষণা

মুহাম্মদ আমানুল্লাহ আমান, বিশেষ প্রতিনিধিঃ

বগুড়া শিববাটি কাটনারপাড়া মসজিদে কু’বা হতে স্বেচ্ছায় পদত্যাগ ও নতুন জায়গায় হক্বের দাওয়াত সিদ্দীকীয়া দরবার শরীফের কার্যক্রম শুরুর ঘোষনা দেন মুসজিদে কু’বার পেশ ইমাম ও খতিব এবং হক্বের দাওয়াত সিদ্দিকীয়া দরবারের মুর্শিদ কিবলা মুহাম্মাদ আলহাজ্ব MMD আশরাফ আলীমুল্লহ্ সিদ্দীকী।

২৪ শে সেপ্টেম্বর শুক্রবার বগুড়ার কাটনারপাড়াস্থ গোরস্থান সংলগ্ন জামে মসজিদে কু’বার পেশ ইমাম ও খতিব মুহাম্মাদ আলহাজ্ব MMD আশরাফ আলীমুল্লহ্ সিদ্দীকী স্ব-ইচ্ছায় পদত্যাগ করেছেন। দীর্ঘ এক যুগ পেশ ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালনের পর কিছু বিচ্ছিন্ন অনাকাঙ্খিত ঘটনার জন্য তিনি এ সিদ্ধান্ত গ্রহন করেন। বিগত দুই বৎসর যাবত মসজিদ কমিটির কতিপয় পদধারীগণ বিভিন্ন কলা-কৈশল অবলম্বন করে সাধারন মুসল্লিদের দৈনিক ও সাপ্তাহিক জুম্মা’র ইবাদতে বাধা প্রদান করে আসছিলেন। এরই পরিপ্রেক্ষিতে পেশ ইমাম ও খতিব জুম্মার খুৎবার বয়ানে তাদেরকে ইসলাম ও আইন পরিপন্থি কাজে নিষেধ করলে তারা আরো ক্ষিপ্ত হয়ে গত চার দিন আগে পেশ ইমামের বিরুদ্ধে কালিতলা হাট মন্দির সংলগ্ন মুক্ত মঞ্চে এক অসমর্থিত বাহিরাগত মানুষ নিয়ে গণসভার আয়োজন করে। আইন-শৃঙ্খলা বাহিনীর অনুমতি না নিয়ে গণসভার চেষ্টা করলে তাৎক্ষানিক পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ তা বন্ধ করে দেন। এর পরবর্তীতে কমিটির কতিপয় ২/৩ জন মিলে মসজিদের সম্পদ ইলেকট্রিক ঘড়ি, ব্যানার ও বেশ কিছু প্রয়োজনীয় ইবাদত সামগ্রী বিনষ্ট করেন ও লুকিয়ে রাখেন। সোস্যাল মিডিয়াতে পেশ ইমামের নামে ভূয়া আইডি খুলে ফিতনা ছাড়ানো শুরু করে এই দৃর্বত্তরা। এরূপ বিভিন্ন বিশৃঙ্খলা ও ফিতনার খবর পেশ ইমাম জানতে পারলে তিনি প্রচন্ড ব্যথিত হন ও বর্তমান মসজিদে পেশ ইমাম হতে স্বেচ্ছায় অব্যাহতির সিদ্ধান্ত গ্রহণ করেন। এ বিষয়ে স্থানীয় সাধারণ মুসল্লিগণ জানতে পারলে তারা মসজিদ কমিটির ইসলামিক ফাউন্ডেশনের গেজেট অনুযায়ী বর্তমান মসজিদ কমিটি প্রতি অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করেন ও পেশ ইমামকে তার দায়িত্বে বহাল থাকার জন্য অনুরোধ করেন। কিন্তু পেশ ইমাম এসব বিশৃঙ্খল ও আইনবিরোধী লোকজন হতে দূরে থাকায় সকলের জন্য উত্তম মনে করেন।
আজ পেশ ইমাম মুহাম্মাদ আলহাজ্ব MMD আশরাফ আলীমুল্লহ্ সিদ্দীকী
মসজিদে কু’বায় শেষ জুম্মার বয়ান ও নামাজ শেষে মুসল্লিদের সারাজীবন হক্ব ও সত্য পথে থাকার জন্য বলেন। এর সাথে যে ইসলামে সন্ত্রাসীপনা নেই, মানুষ খুন নেই, জঙ্গীপনা নেই, শুধু দেশ -জাতি ও সকল মানুষের মঙ্গল রয়েছে এমন উপকারযুক্ত ইসলামের উপর সারাজীবন টিকে থাকার আহ্বান জানান। তিনি আরো বলেন, এ সময় আমার নামে ফেসবুকে বিভিন্ন ভূয়া আইডি তৈরী করে ফিতনা ছড়ানো হচ্ছে। আপনারা অবশ্যই এসব এড়িয়ে চলবেন ও সকল বিষয় সমাধানে আইনের পূর্ণ প্রতিপালন করবেন।
জুম্মার নামাজ আদায় শেষে স্থানীয় কয়েকজন মুসল্লি সাংবাদিকদের এ বিষয়ে বলেন, মুহাম্মাদ আলহাজ্ব MMD আশরাফ আলীমুল্লহ্ সিদ্দীকী হুজুরকে আমরা অনেক ভালবাসি’ আমাদের সারাজীবনে কখনই কোনভাবে উনাকে দ্বারা ক্ষতিগ্রস্থ হই নাই বরং আমরা উনার হক্ব ও সত্য পথের দাওয়াতে সারা দিয়ে গুনাহ্’র পথ ছেড়ে দিয়ে সত্য পথের ইসলামে এসেছি। এটি আমাদের জন্য খুবই কস্টকর এমন একজন ইমাম মসজিদে কু’বা হতে চলে যাচ্ছেন। তবে এখন থেকে আমরা সবসময় চেষ্টা করব অন্তত জুম্মার সালাত উনার পেছনেই আদায় করার।
মুহাম্মাদ আলহাজ্ব MMD আশরাফ আলীমুল্লহ্ সিদ্দীকী একই সাথে হক্বের দাওয়াত সিদ্দীকীয়া দরবার শরীফের সম্মানিত জঙ্গী-সন্ত্রাসবিরোধী মুর্শিদ হওয়ায় সামনের দিন হতে দরবার শরীফের সকল কার্যক্রম নতুন ঠিকানা বগুড়া মাটিডালি থেকে ১ম বাইপাসের ০.৫ কিলো বারোপুর এস.ও.এস স্কুল & কলেজের পাশের দরবারের ক্রয়কৃত নতুন জয়গায় পরিচালিত হবে মর্মে ঘোষণা প্রদান করেন।
জুম্মার সময়ে দায়িত্বরত পুলিশ কর্মকর্তাগণ সকল কার্যক্রম সুষ্ঠু ও শান্তির সাথে শেষ করার জন্য মুহাম্মাদ আলহাজ্ব MMD আশরাফ আলীমুল্লহ্ সিদ্দীকী উনাকে মোবারকবাদ জানান।

About kurigrampratidin

Check Also

ভুরুঙ্গামারীতে পূর্ব শত্রুতার জের এক যুবককে মারধর করেছে প্রতিপক্ষ

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে পূর্ব শত্রুতার জেরে এক যুবককে মারধর করেছে প্রতিপক্ষ। ঘটনাটি ঘটেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *