Home / ধর্ম / ইসলাম / সিদ্দীক্বিয়া দরবারের নতুন মসজিদে প্রথম জুম্মা অনুষ্ঠিত, হাজার হাজার মানুষের ঢল

সিদ্দীক্বিয়া দরবারের নতুন মসজিদে প্রথম জুম্মা অনুষ্ঠিত, হাজার হাজার মানুষের ঢল

মুহাম্মদ রাহাতুল ইসলাম সৌরভ, বগুড়া সদর প্রতিনিধিঃ

বগুড়া হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া দরবার সুন্নতী জামে মসজিদে প্রথম জুম্মা অনুষ্ঠিত হয়েছে।
জুম্মা’র সালাত আদায়ের মাধ্যমেই উদ্বোধন হলো মাটিডালীতে স্থাপিত হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া দরবার, সুন্নতী জামে মসজিদের।

গতকাল ০১ অক্টোবর শুক্রবার জুম্মার নামাজ আদায়ের মাধ্যমে মাটিডালী এসওএস স্কুল ও কলেজের পাশে স্থাপিত নতুন সুন্নতী জামে মসজিদ ও স্থানতরিত হওয়া হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া দরবারের উদ্বোধন করা হয়। এই জুম্মায় অংশগ্রহণ করে প্রায় তিন হাজার মুসল্লি। এ সময় ইমাম ও খতিব হিসেবে খুৎবা প্রদান করেন, সন্ত্রাস-জঙ্গী বিরোধী মুর্শিদ সিদ্দীক্বিয়া দরবার শরীফের পীর মুহাম্মাদ আলহাজ্ব এমএমডি আশরাফ আলীমুল্লহ্ সিদ্দীকী।

উদ্বোধনী এ অনুষ্ঠানে অন্যতম অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রাগেবুল আহসান রিপু, সাবেক পৌর কাউন্সিলর আমিনুল ফরিদ সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইমাম মুহাম্মদ আশরাফ আলীমুল্লহ্ সিদ্দিকী উনার জুম্মার বয়ানে বলেন, মাত্র চার দিনের মধ্যে একটি মসজিদ সকলের নামাজের ব্যবস্থা ও দরবার প্রতিষ্ঠা করা ছিল খুবই কঠিন কাজ। যারা স্বেচ্ছায় শ্রম দিয়েছেন তারা কষ্টের শেষ সীমা পর্যন্ত করেছেন। আমি তাদের সবাইকে অভিনন্দন জানাই।

তিনি বলেন, আমাদের দ্বারা কারো কনো ক্ষতি হবে না, আমরা কখনই কারো ক্ষতি করি নাই। আমরা সন্ত্রাস ও জঙ্গীপনাই বিশ্বাসী নয়, ইসলাম কখনই সন্ত্রাস ও জঙ্গীপনাকে সমর্থন করেনা। হক্কানী পথের অলি-আওয়ালীয়া তারা যেমন কারো ক্ষতি করেন নাই, প্রতিটা মুহূর্ত সবার উপকার করেছেন ঠিক তেমনি আমরা সবসময় উপকারের পথেই থাকব। সমস্ত অলি আউলিয়াদের পথ ধরে আমরা এগিয়ে যাচ্ছি যেখানে আমাদের সাথে কারো কোন ব্যক্তিগত শত্রুতা নেই। পৃথিবীতে কারো সাথে মহব্বত করব আল্লাহ রাব্বুল আালামিন উনার সন্তুষ্টির জন্য, কারো সাথে মন খারাপ করব আল্লাহ রাব্বুল আলামিন উনার সন্তুষ্টির জন্য। নফসের গোলামী করে, লোক দেখানো ইবাদত, অহংকার আর লোভ করে কেউ এগিয়ে যেতে চায়, এতে সারা পৃথিবীর মানুষ তাকে ভালবাসতে পারে কিন্তু আল্লাহ’র অসন্তুষ্টির জন্য তাকে কোথায় যেতে হবে সে কথা সবার জানা। আমরা গোটা পৃথিবীর সম্পদ ত্যাগ করতে রাজি আছি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন উনার সন্তুষ্টির পথ ছাড়তে রাজি নয়।

ডক্টর সাহেব বলেন,
কাউকে (এ দরবারে) হাদিয়া দিতে হলে- জীবনে কখনো কোন দাবী দাওয়া না করার অঙ্গীকারে দিতে হবে। আপনারা যে হাদিয়াই আল্লাহ রব্বুল আল-আমিন উনার সন্তুষ্টিতে দেবেন তার জন্য আল্লাহ রব্বুল আল-আমিন উনি আপনাদের মর্যাদা বাড়িয়ে দেবেন।
আপনাদের যে আমাকেই মানতে হবে বা আমার নিকটেই বাইয়্যাত হতে হবে এমন কোন কথা নেই। আপনারা যার কাছেই মুরিদ হননা কেন সে যেন সারাজীবন কোরআন-সুন্নাহ-ইজমা-কিয়াসের দলিল ভিত্তিতে ইসলাম মানে এবং মানায়। তবে আমার যারা মুরিদ হবেন, তাদের অবশ্যই সকল হারাম কাজ ছেড়ে দিতে হবে। বিশেষ করে যাদের ধূমপানের নেশা আছে তারা ধূমপান ছেড়ে দেবেন।

সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী পীর সাহেব বলেন,
দেশ, জাতি ও ইসলামের সামান্যতম ক্ষতি হয় এমন কোন কাজ করা যাবেনা বরং দেশ জাতি ও আল্লাহ’র সন্তুষ্টি পূর্ণ ইসলামের সামান্যতম উপকার হয় এমন সব কাজের মধ্যেই সর্বদা সম্পৃক্ত থাকতে হবে।
আমি কখনই অন্যায়ের সাথে আপস করিনি, করব না। মসজিদে কুবা’তে কোন অন্যায়কারীর সাথে আমি থাকতে চাইনি তাই থাকিনি। কেউ যদি ইসলামে উল্লেখিত হারাম কাজসমূহের অনুসরন করে তার সাথে আমি কখনই থাকতে পারি না। আমি আমার মুসল্লি ও মুরিদদেরকে ভালবাসি। তাদের সাথে বার বার খারাপ আচরন করা হয়েছে। আর এমন কারো সাথে আমার কোন সম্পর্ক থাকতে পারে না। আমাকে কখনই টাকা দিয়ে কিনতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন উনার সন্তুষ্টির পথেই ছিলাম, আছি ও সারাজীবন থাকব। আমরা সবসময় শান্তির ইসলাম মেনে চলতে চাই।

নামাজ ও মুনাজাত শেষে সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রাগেবুল আহসান রিপু। তিনি বলেন , আল্লাহ’র মহান সৃষ্টি হচ্ছে মানুষ সেই মানুষের খেদমত করা প্রতিটি মানুষেরই দায়িত্ব, তাদের বিপদে আপদে পাশে দাড়ানোটা ঈমানী কর্তব্য। আমাদের হুজুর আশরাফ আলীমুল্লহ্ সিদ্দীকি উনি গত শুক্রবারে যে কাজটা করেছেন এটা কিন্তু নিজেকেই সম্মানিত করেছেন। উনি বগুড়া শহরের আইন শৃঙ্খলাও নষ্ট করতে পারতেন, কিন্তু উনি কোন সময় উগ্রতার পথ বেছে নেননি। সবসময় শান্তিপূর্ণভাবে কঠিনসময়টা মোকাবেলা করেছেন। বগুড়ার কাটনারপাড়া ও শিববাটির প্রতিটি মানুষ এটা মনে রাখবে, যে উনি কত সুন্দরভাবে কত চমৎকারভাবে প্রস্থান করেছেন। আমি তার জন্য তাকে আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, উনি যেখানেই কাজ করবেন সেখানে যেনো ইসলামের একটা দুর্গ গড়ে তুলতে পারেন। এখানে যেনো অদূর ভবিষ্যতে বড় ইসলামী প্রতিষ্ঠান গড়ে উঠে। আমরা যে যেখানেই থাকি আমরা উনার পাশে থাকব এবং সহযোগিতা করার চেষ্টা করব। আমিও ইনশাআল্লাহ সারাজীবন উনার পাশে থাকবো।

জুম্মার নামাজ শেষে, দেশ,জাতি ও সমস্ত বিশ্ববাসীর জন্য বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।

নতুন এই জায়াগায় পর্যায়ক্রমে সিদ্দীক্বিয়া সুন্নিয়া মাদ্রাসা ও এতিম খানা’র নতুন ভবন ও মসজিদের জন্য পাকা ভবন নির্মান করা হবে।

About kurigrampratidin

Check Also

ভুরুঙ্গামারীতে পূর্ব শত্রুতার জের এক যুবককে মারধর করেছে প্রতিপক্ষ

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে পূর্ব শত্রুতার জেরে এক যুবককে মারধর করেছে প্রতিপক্ষ। ঘটনাটি ঘটেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *