স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামের রাজারহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিল্লাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে পবিত্র ঈদ-ই-মিল্লাদুন্নবী (সাঃ) উদযাপনে উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন রাজারহাট থানা অফিসার ইনচার্জ রাজু সরকার, ভাইস চেয়ারম্যান আশিকুর ইসলাম সাবু, রাজারহাট উপজেলা মসজিদের খতিব মাওলানা আখলাক হোসেন সহ অন্যান্য ওলামায়ে কেরাম, এসময় উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ সহ বিভিন্ন মসজিদের ইমামগণ।
পরিশেষে পবিত্র ঈদ-ই-মিল্লাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে দেশ ও জাতীর কল্যাণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন, উপজেলা মসজিদের খতিব মাওলানা আখলাক।