মোঃ জাবেদুল ইসলামঃ
শোন রে খোকা,
শোন রে কিশোর,
শোনরে সব মন দিয়ে,
লেখা পড়া করতে হবে,
এর বিকল্প নাই যে,
লেখা পড়া করে মোরা
মানব সেবা করব যে।
নতুন সমাজ গড়ব মোরা
নতুনের মতো করে যে।
লেখা পড়া করে মোরা
সোনার মানুষ হব যে।
সোনার দেশ গড়ব মোরা
সোনার মত করে যে।
বঙ্গবন্ধুর স্বপ্নের এ দেশ,
স্বপ্নের মত করে যে।