মেছবাহুল আলম, বিশেষ প্রতিনিধি ভুরুঙ্গামারীঃ
কুড়িগ্রাম ভুরুঙ্গামারীর দুধ-কুমার নদেীতে উচ্ছল জলরাশিতে শুরু হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ।
রবিবার (১২ই ডিসেম্বর) দুপুরে ইসলাম পুর সামাদের ঘাটে পাইকেরছড়া ১নং ওয়ার্ডের বন্ধু মহলের উদ্যোগে এই প্রতিযোগিতা উদ্বোধন করা হয়। নৌকা বাইচে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে নৌকা নিয়ে হাজির হয় প্রতিযোগীরা। ঐতিহ্যবাহী এ নৌকাবাইচ দেখতে নদীর তীরে ভিড় করে শত শত নারী-পুরুষ।
অনেকেই বোট-নৌকা নিয়ে হাজির হন নৌকা বাইচ দেখতে। দূর গ্রাম থেকে নারী-পুরুষ নৌকাবাইচ দেখতে ভিড় করে দুধ-কুমার নদীর তীরে । তাদের হর্ষোধ্বনি ও উল্লাসে এ সময় প্রতিযোগীরা বৈঠার তালে তালে এগিয়ে যায়। গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী খেলায় মুগ্ধতা প্রকাশ পায় তাদের চোখে-মুখে।
বারাইটারি থেকে আসা শহিদুল
ইসলাম বলেন, নৌকাবাইচ খেলা দেখতে এসেছি। পাড়া থেকে কয়েকটা বোট এসেছে। আমরা খুবই উপভোগ করি নৌকাবাইচ। আমাদের পাড়া থেকে নৌকা বাইচে বিভিন্ন ইভেন্টে কয়েকটি দল অংশ নিয়েছে। সবাই খুবই মজা করছি।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসাবে ছিলেন ভুরুঙ্গামারী সদর ইউনিয়নের চেয়ারম্যান জনাব এ কে এম মাহমুদুর রহমান রোজেন , পাইকেরছড়া ইউনিয়নের চেয়ারম্যান জনাব আব্দুর রাজ্জাক, পাইকেরছড়া ১নং ওয়ার্ডের ইউ পি সদস্য জনাব আবু সায়াদাত মোঃ বজলুর রহমান, ইসলামপুর ওর্য়ডের সদস্য জনাব কামাল উদ্দিন সরদার সহ অনান্য ব্যাক্তিবর্গ।
আয়োজক কমিটির সভাপতি জনাব আব্দুর রাজ্জাক বলেন আজকে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হলো ধারাবাহিক ভাবে কয়েকদিন চলবে।
এই প্রতিযোগিতার প্রথম পুরস্কার দেওয়া হবে একটা গরু।