লেখক,মোঃ জাবেদুল ইসলাম
গায়ের নামটি রানীগঞ্জ ,
অতি সুন্দর নাম।
চারিদিকে সবুজ আর ,
সুফলা শ্যামল।
এ গ্রামের মানুষ গুলো ,
অতি সহজ সরল।
সুখ -দুঃখের ভাগাভাগি ,
করে একে অপর।
এ গ্রামে জন্মেছিলো ,
অনেক গুণীজন।
ফজলার রহমান নামে ,
এক ছিলো জমিদার।
হাতি , ঘোড়ার ছিলো তার ,
ছিলো পাইক- পিয়াদা।
শালিস বিচার করত সে যে ,
নিজ বিচারলয়ে।
আবতাব মিয়া ,নেছার মিয়া ,
ছিল ভালো লোক।
গরীব-দুঃখীর প্রতি,
তারা রাখতো শুনজর।
গায়ের নামটি রানীগঞ্জ , অতি ভারি সুন্দর।
একাত্তুরের বীর সেনারা এখানে,
জন্মেছিলো দূ’ জন।
সাইদুর রহমান ও মহসীন আলী ,
ছিলো এক অ’ কুতভয় সৈনিক।
বঙ্গবন্ধু ডাকে তারা ,
সারা দিল নিভীর্ক।
পাক হানাদারদের’ কে তাড়াতে , তারা রাখলো বুকে তিক।
লাল- সবুজের পতাকা নিয়ে,
রাখলো তারা বাংলাদেশের দিক।
ইতিহাসের সোনার পাতায় ,
বীর সেনাদের নাম।
সোনার হরফে লেখা রবে যে, লেখা রবে অম্লান।
গায়ের নামটি রানীগঞ্জ ,
আমার প্রাণের ভালোবাসা।
এ গ্রামের সব কিছু নিয়ে ,
আমার বাচঁতে বড় আশা।