এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ভুরুঙ্গামারী শাখার উদ্যোগে সার্বজনীন কল্যাণে মাহে রমযান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (৯ এপ্রিল) ইসলামী ব্যাংক লিমিটেড ভুরুঙ্গামারী শাখা ভবনে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন। স্বাগত বক্তব্য রাখেন শাখা প্রধান একেএম মোজাহারুল ইসলাম।
ইসলামী ব্যাংকের রংপুর জোনাল অফিসের ভাইস প্রেসিডেন্ট শাহজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল, অফিসার ইনচার্জ আলমগীর হোসেন, ভুরুঙ্গামারী সরকারী কলেজের প্রভাষক আজিজুর রহমান স্বপন, প্রধান আলোচক ভুরুঙ্গামারী সিনিয়র মাদ্রাসার আরবী প্রভাষক মাহবুবুল আলম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোনাহাট ডিগ্রী কলেজ অধ্যক্ষ বাবুল আকতার, জাতীয় পার্টি ভুরুঙ্গামারী উপজেলা শাখার সদস্য সচিব ওয়াহেদুজ্জামান, আন্ধারীঝাড় ইউপি চেয়াম্যান জাবেদ আলী মন্ডল প্রমুখ।
অতিথিবৃন্দ মাহে রমজানকে তাকওয়া অর্জনের মাধ্যম হিসাবে কাজে লাগানোর জন্য উপস্থিত সবার প্রতি আহবান জানান। ইফতারের পূর্বে দেশ ও জনগনের কল্যানে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।