এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় নতুন বাড়ী পেলো ৬০ গৃহহীন পরিবার। মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন ও প্রধানমন্ত্রীর নিজ প্রতিশ্রæতি বাস্তবায়নে দেশের সকল উপজেলা পরিষদ মিলনায়তনে একযোগে ঘর হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভুরুঙ্গামারী উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন, উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ শাহজাহান সিরাজ, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল, অফিসার ইনচার্জ আলমগীর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর আলম, গনমাধ্যমকর্মীসহ উপকারভোগীরা। এ সময় উপকারভোগীদের মাঝে ঘরের দলিল ও চাবি হস্তান্তর করা হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ৩য় ধাপে উপজেলার নয় ইউনিয়নে যথাক্রমে শিলখুড়ীতে ২০টি, তিলাইয়ে ২টি, পাইকেরছড়ায় ৮টি, ভুরুঙ্গামারীতে ১০টি, জয়মনিরহাটে ৪টি, আন্ধারীঝাড়ে ১টি, বলদিয়ায় ৬টি, চর-ভুরুঙ্গামারীতে ৪টি বঙ্গসোনাহাটে ৫টি ঘর বরাদ্দ দেয়া হয়। প্রতিটি বাড়ী নির্মাণে বরাদ্দ ২ লাখ ৪০ হাজার টাকা। যাদের জমিও নেই বাড়ীও নেই এমন পরিবারের মাঝে সরকারী খাস জমিতে তৈরি করা হয়েছে এসব সেমি পাকা বাড়ী।
ভুরুঙ্গামারী সদর ইউনিয়নের মানিককাজী গ্রামের জড়িনা বেগম, খোদেজা বেওয়া ও জমিলা বেগম সহ সকল উপকারভোগীরা ঘর পাওয়ার আনন্দে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, আগে মানুষের জমিতে থাকতাম এখন আমাদের মাথা গোঁজার ঠাঁই হল। ঘর ও জমি পেয়ে আমরা খুব খুশি।