Breaking News
Home / অপরাধ / ফুলবাড়ীতে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের ঘর নিজেই ভেঙ্গে ৯৯৯-এ ফোন

ফুলবাড়ীতে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের ঘর নিজেই ভেঙ্গে ৯৯৯-এ ফোন

স্টাফ রিপোর্টারঃ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য নিজের ঘর নিজেরাই ভেঙ্গে ৯৯৯ এ ফোন করার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার সকাল ১১ টায় এ ঘটনা ঘটে।

ঘটনায় অভিযুক্ত আ.কাদের ও তার ছোট ভাই আ. কুদ্দুস আলি উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের নগরাজপুর গ্রামের মৃত নুর মামুদের ছেলে।

প্রতিবেশী ও পুলিশ সুত্রে জানা যায়, গত দুই বছর যাবত একই গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে আকবর আলীর পরিবারের সাথে শুপাড়ি বাগান নিয়ে আ.কাদেরের পরিবারের বিরোধ চলতেছে।

স্থানীয় শালিসের মাধ্যমে একাধিক বার মিমাংসা করার চেষ্টা করলেও তা সম্ভব হয় নি।গতকাল আকবর আলী তাদের শুপাড়ি বাগানে শুপাড়ি পাড়তে গেলে আ.কাদেরের পরিবার গালিগালাজ করে, এক পর্যায়ে নিজেদের ঘর নিজেরাই ভাংচুর করে ৯৯৯ ফোন করে আকবর আলির বিরুদ্ধে অভিযোগ করলে, ফুলবাড়ী থানার এ.এস.আই রেজাউজ করিম ঘটনা স্থলে এসে তদন্ত করেন ও ভিডিও ফুটেজ দেখে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এ বিষয়ে ফুলবাড়ী থানার এ.এস.আই. রেজাউল করিমের সাথে কথা হলে তিনি বলেন, আমরা ফোন পেয়ে ঘটনা স্থলে গিয়ে উপস্থিত লোকজনের সাথে কথা বলে ও ভিডিও ফুটেজ দেখে নিশ্চিত হই যে আ.কাদেরর পরিবার নিজেদের ঘর নিজেরাই ভাঙচুর করে আকবর আলির পরিবারের উপর দোষ চাপানোর চেষ্টা করে।

About kurigrampratidin

Check Also

দিনাজপুরের খানসামায় বিআরডিবি’র সুফলভোগীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত

চৌধুরী নুপুর নাহার তাজ, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *