লেখকঃ মোঃ জাবেদুল ইসলাম,
ছোট্ট খোকা মিশুক মুনি, বলে,বাবার গলা ধরি। ছোট একটা বায়না আমার, তুমি, দিবে পুরনঃ করি? মামার বাড়ি যাব আমি, পদ্মার অই পাড়ে। মাকে ডেকে বল্লো বাবা, সাঝিয়ে দে অরে। লঞ্চ ঘাটে গিয়ে মিশুক, দেখলো এবার শেষে। এপার ওপার অথই পানি, ভয়ে তার বুক কাপেঁ। মিশুকের মনে ভাবনা জাগে, এক গভীর কল্পনাতে। পদ্মা ওপর একটা সেতু, হত যদি শেষে। ভারি মজা হত আমার, মামার বাড়ি যেতে। শেখের বেটি শেখ হাসিনা, পদ্মা পারে আসে। লাখো মানুষের কষ্ট দেখে, কান্না আসে বেয়ে। একনেকে বিল পাশ পদ্মা সেতু। করল, শেখ এর বেটি, তাই না দেখে এ দেশের কিছু মানুষ হল হিংসুটে। হিলারিকে সাতে নিয়ে গেল বিশ্বব্যাংকে, টাকা দিবেন না,পদ্মা সেতু যেন না হয় বাংলাদেশ। তাই না শুনে শেখের বেটি, করল কঠিন প্রত্যয়। পদ্মা সেতু করবে সে যে, নিজের দেশের টাকায়।
পচিঁশে জুন পদ্মা সেতু, হয়ে গেল উদ্ভোদন। সারা দেশের মানুষ গুলো, পদ্মা সেতু বেয়ে ঘুরছে যেন সারা বাংলা ঘুরে, সারা বাংলার মানুষ গুলো করছে দোয়া সবে, শেখের বেটি শেখ হাসিনা, যেন, বাঁচে জনম ধরে।