Home / জেলার খবর / ভুরুঙ্গামারীতে ১৯ গৃহহীন পরিবার পেল নতুন বাড়ী

ভুরুঙ্গামারীতে ১৯ গৃহহীন পরিবার পেল নতুন বাড়ী

এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় নতুন বাড়ী পেলো ১৯ গৃহহীন পরিবার। বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন ও প্রধানমন্ত্রীর নিজ প্রতিশ্রæতি বাস্তবায়নে সারা দেশে ২৬ হাজার ২২৯টি ঘর হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভুরুঙ্গামারী উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিনহাজুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ শাহজাহান সিরাজ, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর আলম, গনমাধ্যমকর্মীসহ উপকারভোগীরা। এ সময় উপকারভোগীদের মাঝে ঘরের দলিল ও চাবি হস্তান্তর করা হয়।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ৩য় পর্যায়ের ২য় ধাপে উপজেলার ছয় ইউনিয়নে যথাক্রমে পাথরডুবিতে ১টি, শিলখুড়ীতে ১১টি, পাইকেরছড়ায় ২টি, ভুরুঙ্গামারী সদরে ১টি, জয়মনিরহাটে ১টি, আন্ধারীঝাড়ে ৩টি ঘর বরাদ্দ দেয়া হয়। প্রতিটি বাড়ী নির্মাণে বরাদ্দ ২ লাখ ৪০ হাজার টাকা। যাদের জমিও নেই বাড়ীও নেই এমন পরিবারের মাঝে সরকারী খাস জমিতে তৈরি করা হয়েছে এসব সেমি পাকা বাড়ী।
ভুরুঙ্গামারী সদর ইউনিয়নের ভোটহাট গ্রামের আমিনা বেগম সহ সকল উপকারভোগীরা ঘর পাওয়ার আনন্দে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, আগে জরাজীর্ণ ভাঙ্গা ঘরে থাকতাম এখন আমাদের মাথা গোঁজার ঠাঁই হল। ঘর ও জমি পেয়ে আমরা খুব খুশি।

About kurigrampratidin

Check Also

ভুরুঙ্গামারীতে পূর্ব শত্রুতার জের এক যুবককে মারধর করেছে প্রতিপক্ষ

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে পূর্ব শত্রুতার জেরে এক যুবককে মারধর করেছে প্রতিপক্ষ। ঘটনাটি ঘটেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *