লেখকঃ জাবেদুল ইসলাম,
কবিতা আমার কল্পনায় আর, জাগিয়ে তোলে সকল আশা।
কবিতার পঙক্তি দিয়ে, লিখি কথা, সকল ভালোবাসার।
কবিতা আমার রঙিন স্বপ্ন, প্রজাতির ডানা মেলার।
কবিতা আমার চাঁদের আলোয়।
জোসনার আলোর পাখির মেলা।
কবিতা আমার নীল আকাশে, ভেসে বেড়ানো মেঘের ভেলা।
কবিতা আমার সাগরের ঢেউ, মুক্ত প্রাণের উচ্ছলতা।
কবিতা প্রিয়তমার, কাঁশ ফুলের নরম ছোঁয়া।
কবিতা আমার পাহাড় চুড়ার, নুপুর পায়ের ঝর্ণা ধারা।
কবিতা আমার সাতই মার্চের, বঙ্গবন্ধুর ভাষণ হলো ঐতিহাসিক।
কবিতা আমার ত্রিশ লাখ, শহীদ ভাইয়ের রক্তে লেখা।
কবিতা আমার বাংলাদেশ।