লেখক, মোঃ জাবেদুল ইসলাম,
মানুষে মানুষে হয় বন্ধু,
মানুষে মানুষে দ্বন্দ্ব।
মানুষে মানুষে হয় কোন্দল,
মানুষে মারে ছোবল।
মানুষে মানুষে করে হানাহানি,
মানুষে করে কাটাকাটি।
মানুষে মানুষে থাকে মিলেমিশে,
আবার থাকে গলাগলি করি।
মানুষে মানুষে বিপদে দাঁড়িয়ে,
পাশে বসে কাছাকাছি।
মানুষ মানুষের দুঃখ বেদনা সুখ,
করে নেয় ভাগাভাগি।
প্রতিবেশী ভাই খেয়েছে কি না,
মানুষে লয় তার খোঁজ।
স্বার্থ ‘র টানে মানুষে মানুষে,
দেয় অপরের দোষ।
এ ধরার জা কিছু সৃষ্টি চিরকল্যাণকর
সব মানুষের তরে।
তবুও মানুষ অল্প নিয়ে
ফ্যাসাত সৃষ্টি করে।
করে লাফালাফি,
ঢের ডামাডোল,
শেষে রক্তপাত।
ধরায় সৃষ্টি মানুুষে মানুুষে,
এতোটুকু হয় তফাত।
নীতিভ্রষ্ট হয়ে মানুষ,
মানুষকে মারে ছোবল।
সৃষ্টি করতা বিমুখ হয়,
মানুষের উপর কেবল।
মানুষের জন্য মানুষ হ’য়ে,
নন্দন কারে ধরার,
মানুষের জন্য মানুষ শুধু,
সুন্দর এ ধরা।