লিটন, নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতাঃ
আজ বুধবার সকাল ১১ ঘটিকা থেকে নাগেশ্বরী উপজেলার বল্লোবের খাস ইউনিয়ন পরিষদ মাঠে “মহিদেব যুব উন্নায়ন সমাজ কল্যাণ সমিতি”-র সহযোগিতায়। উক্ত ইউনিয়নের অতি দরিদ্র ২৮০টি পরিবারে করোনা ভাইরাসে লক-ডাউনে আটকা পরা অর্ধাহারে ও অনাহারে থাকা মানুষের মাঝে ত্রান বিতরণ করেন। উত্তর ধরলার সু-যোগ্য নারী নেত্রীতের এক উজ্জ্বল ভবিষ্যত ও মেহনতী মানুষের দুখের ভাগিদার। নাগেশ্বরী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আমিনা বেগম (অনন্যা) এবং উক্ত ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ আকমল হোসেন। এই মহামারী পরিস্থিতিতে একজন নারী নেত্রী উপজেলার বিভিন্ন স্থানে এরকম সেবা মূলক কাজ করায়, সুধী সমাজ মহিলা ভাইস চেয়ারম্যানকে ধন্যবাদ জানায়।
Leave a Reply