চৌধুরী নুপুর নাহার তাজ, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরের খানসামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবু হাতেম এর দায়িত্ব গ্রহণের দুই বছর পূর্তি উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু হাতেম এর কার্যালয়ে মতবিনিময় সভায় তিনি বলেন, আমি নিজে শারীরিকভাবে অসুস্থ। আমি ওপেন হার্ট সার্জারি করছি। করোনায় আক্রান্ত ছিলাম। এজন্য আমি অনেক সময় মানুষের কাছে যেতে পারছিনা। ভিড়ের মধ্যে যাচ্ছি না। উপজেলার সর্বস্তরের মানুষের কাছে দোয়া চাচ্ছি যেন আগামী ৩বছর থাকার কারণে আমি সকলের দোয়া এবং আশীর্বাদ কামনা করছি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভিন, খানসামা উপজেলা প্রেসক্লাবের সভাপতি তাজ ফারাজুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক নুরনবী ইসলাম, খানসামা উপজেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক এস এম রকি, মহিলা বিষয়ক সম্পাদক চৌধুরী নুপুর নাহার তাজ, সদস্য ভূপেন্দ্র রায় প্রমূখ ।
Leave a Reply