1. nahidbd6969@gmail.com : kurigrampratidin :
  2. 123@kurigrampratidin.com : itsme :
দক্ষিণ আফ্রিকার উত্তর-পশ্চিমাঞ্চলে বাংলাদেশিদের দোকানপাট বন্ধ - কুড়িগ্রাম প্রতিদিন
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৬ পূর্বাহ্ন

দক্ষিণ আফ্রিকার উত্তর-পশ্চিমাঞ্চলে বাংলাদেশিদের দোকানপাট বন্ধ

  • Update Time : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২০
  • ৬১ Time View

দক্ষিণ আফ্রিকার উত্তর-পশ্চিমাঞ্চলের শহর মাকাপানস্তাদে বাংলাদেশি ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ রাখা হয়েছে। বাংলাদেশি এক ব্যবসায়ী স্থানীয় একজন নাগরিককে মারধরের প্রতিবাদে বিদেশিদের দোকানপাট এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হয়েছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, গত সপ্তাহে স্থানীয় বাসিন্দা মোর্গান মালেবাইকে (৫০) মেরে আহত করে এক বাংলাদেশি ব্যবসায়ী। এরপর হাসপাতালে ভর্তি করা হলে মোর্গান গত বুধবার মৃত্যুবরণ করেন।

তার ভাই শেপো (৪৪) জানিয়েছে, বাংলাদেশি ব্যবসায়ীর দোকানে মোর্গান পাওনা আনতে যান। বাংলাদেশি ব্যবসায়ীর দোকানে তিনি রংয়ের কাজ করেছিলেন। কিন্তু তারা টাকা দিচ্ছিলেন না। তাই তিনি সেখানে তার পাওনা দাবি করতে যান। আমি আমার ভাইকে চিনি, তিনি কখনোই তার পাওনা ছাড়া সেখান থেকে আসতে চাননি।

স্থানীয়রা জানান, মোর্গানকে গলফ এবং ক্রিকেটের ব্যাট দিয়ে বেধড়ক মারা হয়েছে। এবং আমরা এই ঘটনায় বেশ ক্ষিপ্ত। আমরা চাই পুলিশ কিছু একটা করুক। বিষয়টিকে ছেড়ে দিতে চাচ্ছি না আমরা। বিদেশিদের সকল দোকান বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের প্রতিবাদ চলবে।

তারা বলেন, আমরা এই ধরনের ব্যবসা এবং দোকানপাটের সঙ্গে কোনো ধরনের সর্ম্পক রাখতে চাই না। আমরা চাই, এই এলাকা থেকে সকল অবৈধ অভিবাসী চলে যাক।

উত্তর-পশ্চিমাঞ্চল পুলিশের মুখপাত্র কর্নেল এডিল মাইবুর্গ বলেন, এই ঘটনায় ২৪ বছরের একজন যুবককে আটক করা হয়েছে এবং শুক্রবারই তাকে নির্বাহী আদালতে ওঠানো হয়েছে। আগামী ২৩ জানুয়ারি পরবর্তী শুনানির আগ পর্যন্ত তাকে কারাগারেই রাখা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রকাশনা

সম্পাদক মন্ডলির সভাপতি : মোঃ এনামুল হক

উপদেষ্টা সম্পাদক: মোঃ মোজাহার হোসেন

প্রকাশক ও সম্পাদক: মোঃ নাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সি. আই মামুন

নির্বাহী সম্পাদক:

ব্যবস্থাপনা সম্পাদক:

© All rights reserved © 2024 কুড়িগ্রাম প্রতিদিন
Theme Customized By BreakingNews