1. nahidbd6969@gmail.com : kurigrampratidin :
  2. 123@kurigrampratidin.com : itsme :
বগুড়ায় পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা মাঠে - কুড়িগ্রাম প্রতিদিন
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৩০ পূর্বাহ্ন

বগুড়ায় পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা মাঠে

  • Update Time : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০
  • ৫৪ Time View

মুহাম্মদ মতিন, স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ৯টি পৌরসভায় মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচনকে ঘিরে মাঠে নেমে পড়েছে আওয়ামী লীগ বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ৯টি পৌরসভায় দলীয় প্রার্র্থী হতে প্রতিটি পৌরসভায় একাধিকজন দৌড়ঝাপ শুরু করেছেন। শোভা পাচ্ছে পৌরসভার নির্বাচনী প্রচারণার শুভেচ্ছা পোস্টার, ব্যানার, ফেস্টুন। অনেকেই আবার দলীয়ভাবে ইঙ্গিত পেয়ে ভোটারদের সাথে গণসংযোগ শুরু করেছেন। সামাজিক যোগাযোগেও ঘোষণা দিয়ে গণসংযোগ করতে দেখা যাচ্ছে। বগুড়ার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ জানান, বগুড়ার ৯টি পৌরসভার মেয়াদ শেষ হওয়ার কারণে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। পৌরসভাগুলো হলো বগুড়া সদর, শেরপুর, সারিয়াকান্দি, গাবতলী, সান্তাহার, কাহালু, ধুনট, নন্দীগ্রাম, শিবগঞ্জ। প্রথম ধাপ নির্বাচনে বগুড়ার কোন পৌরসভা নেই। দ্বিতীয় ধাপে ১৬ জানুয়ারি বগুড়া জেলার সান্তাহার, শেরপুর ও সারিয়াকান্দি পৌরসভার ভোট গ্রহণের দিনক্ষণ হয়েছে। বাকি ৬টি পৌরসভাও পর্যায়ক্রমে ভোট গ্রহণ হবে। ভোট গ্রহণের সকল প্রস্তুতি হাতে নেওয়া হয়েছে। এদিকে বগুড়া জেলায় আওয়ামী লীগ-বিএনপির পাশাপাশি বিভিন্ন দল থেকেও পৌর নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থী হতে উঠে পড়ে লেগেছে। মেয়র প্রার্থীদের সাথে পাল্লা দিয়ে কাউন্সিলর প্রার্থীওগণ প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন প্রচার-প্রচারণা করে নিজের পক্ষে দলীয় মনোনয়ন নিশ্চিত করতে চাইছেন। দলীয় প্রার্থীদের পাশাপাশি এবার কিছু স্বতন্ত্র প্রার্থীও দেখা দিতে পারে। থাকতে পারে বিদ্রোহী প্রার্থীও। চলতি ডিসেম্বর মাসে নির্বাচন কেন্দ্র করে নড়েচড়ে বসেছে প্রার্থীরা। তবে অন্যান্য দলের চাইতে ক্ষমতাসীন দলের নৌকা পেতে অনেকেই মাঠে নেমেছে। বিএনপির প্রার্থীরা চেয়ে আছে কেন্দ্রের দিকে। জানা যায়, বগুড়া পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ থেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন পৌরসভার প্যানেল মেয়র সামছুদ্দিন শেখ হেলাল, জেলা যুবলীগ সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু ওবায়দুল হাসান ববি। বগুড়া সদর পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রায় ৪ বছর আগে ঘোষণা দিয়ে মাঠে নেমেছেন বগুড়া পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান আকন্দ। তিনি বিভিন্নভাবে প্রচার প্রচারনায় কাজ করে যাচ্ছেন। বগুড়া জেলা বিএনপি থেকে বিএনপি নেতা রেজাউল করিম বাদশাকে দলীয়ভাবে চূড়ান্ত প্রার্থী করা হয়েছে। জেলা বিএনপি কার্যালয়ে পৌর বিএনপি নেতাদের ভোটে জয়ী রেজাউল করিম বাদশা জয়ী হলে তাকে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করা হয়। এদিকে জেলা যুবদলের সাবেক সভাপতি সিপার আল বখতিয়ারও দলীয় মনোনয়ন চেয়েছেন। তিনি বিভিন্নস্থানে সভা সেমিনার করে ভোটও প্রার্থনা করছেন। বগুড়ার শিবগঞ্জ পৌরসভায় বর্তমান মেয়র ও বিগত নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী তৌহিদুর রহমান মানিক এবারও একক প্রার্থী হয়েছেন। আর বিএনপি থেকে সাবেক মেয়র মতিয়ার রহমান মতিন ও কৃষকদল নেতা আব্দুল গোফ্ফারও দলীয় প্রার্থী হতে গণসংযোগ করছেন। নন্দীগ্রাম পৌরসভায় বর্তমান মেয়র আওয়ামী লীগ নেতা কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, আলীগ থেকে বর্তমান প্যানেল মেয়র আনিসুর রহমান, যুবলীগনেতা মাহমুদ আশরাফ মামুন, স্বেচ্ছাসেবক লীগের কামরুল হাসান সবুজ মাঠে নেমেছেন। বিএনপি থেকে সাবেক মেয়র ও বিএনপি নেতা সুশান্ত কুমার শান্ত, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আহসান বিপ্লব রহিম দলীয় মনোনয়ন চেয়ে মাঠে নেমেছেন।
শেরপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ থেকে বর্তমান পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সাত্তার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার রহমান মিন্টু, সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বিয়া, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম পোদ্দার ববি, উপজেলা যুবলীগের সভাপতি তারিকুল ইসলাম তারেক, বিএনপি থেকে সাবেক মেয়র জানে আলম খোকা, সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু প্রার্থী হচ্ছেন। ধুনট পৌরসভায় বর্তমান মেয়র বিগত নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এজিএম বাদশাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ টিআই নুরুন্নবী তারিক, আওয়ামী লীগ নেতা রেজাউল করিম রেজা, শরীফুল ইসলাম খাঁন, বিএনপি থেকে সাবেক মেয়র উপজেলা বিএনপির আলিমুদ্দিন হারুন মন্ডল ও আরিফ খান। সান্তাহার পৌরসভা নির্বাচনে পৌর বিএনপির সভাপতি ও বর্তমান মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি ফিরোজ মো. কামরুল হাসান, শ্রমিকদল নেতা ফরিদ আহমেদ। আওয়ামী লীগ থেকে উপজেলা শ্রমিক লীগের আহবায়ক রাশেদুল ইসলাম রাজা, আওয়ামী লীগ নেতা এসএম জাহেদুল বারি, সান্তাহার সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্টু, জাতীয় পার্টি থেকে ফেরদৌস হাসান সুমন। গাবতলীতে বিএনপি থেকে বর্তমান মেয়র সাইফুল ইসলাম একক প্রার্থী এবং আওয়ামী লীগ থেকে সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোমিনুল হক শিলু ও আওয়ামী লীগ নেতা আজিজার রহমান এর নাম শোনা যাচ্ছে। কাহালু পৌরসভা নির্বাচনে পর পর ২য় বার নির্বাচিত মেয়র হেলাল উদ্দীন কবিরাজ আওয়ামী লীগ থেকে আবারো প্রার্থী হচ্ছেন বলে শোনা যাচ্ছে। বিএনপি থেকে সাবেক মেয়র ফরিদুর রহমান ফরিদ, বিএনপি নেতা আব্দুল মান্নান ও আব্দুল মান্নান (২) এর নাম শোনা যাচ্ছে। সারিয়াকান্দি পৌরসভায় বর্তমান মেয়র ও বিগত নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আলমগীর শাহী সুমন, উপজেলা আওয়ামীল লীগ নেতা মতিউর রহমান মতি, বিগত নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুর রশিদ ফারাজী, স্বেচ্ছাসেবক লীগ নেতা জাহিদুল ইসলাম রাজু দলীয় মনোনয়ন প্রত্যাশী। বিএনপির ধানের শীষ পেতে মাঠে নেমেছেন পৌর বিএনপি নেতা শরিফুল ইসলাম হিরা, বিএনপি নেতা সিরাজুল ইসলাম ফুল, মাহবুবুর রহমান রুস্তম, সাবিনা ইয়াছমিন বেবী। বগুড়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রফি নেওয়াজ খান রবিন জানান, ওয়ার্ড আওয়ামী লীগের ও পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা থেকে সিদ্ধান্ত অনুযায়ী তিনজনের নামের তালিকা কেন্দ্রে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রকাশনা

সম্পাদক মন্ডলির সভাপতি : মোঃ এনামুল হক

উপদেষ্টা সম্পাদক: মোঃ মোজাহার হোসেন

প্রকাশক ও সম্পাদক: মোঃ নাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সি. আই মামুন

নির্বাহী সম্পাদক:

ব্যবস্থাপনা সম্পাদক:

© All rights reserved © 2024 কুড়িগ্রাম প্রতিদিন
Theme Customized By BreakingNews