জামাত বিএনপি ক্ষমতায় থাকাকালীন অনেকে তাদের ছত্রছায়ায়,ক্ষমতার দাপট দেখিয়ে দেশের বিভিন্ন জায়গায় অসংখ্য পথভ্রষ্ট কলেজে ঝড়ে পড়া ছাত্ররা একাকায় নিজ নিজ অবস্থান জানান দিতে নানা অপকর্মে জড়িত হয়। তেমনি একজন খুলনার মনিরুল হক,এক সময় বিএনপির দুর্ধর্ষ একজন সন্ত্রাসী,তার ভয়ে এলাকায় স্কুল কলেজে পড়ুয়া ছেলে মেয়েরা ঠিকমতো পড়াশোনা করতে পারতো না।এলাকায় সেই একটি গ্রুপ তৈরী করে যাতে ভালো করে আধিপত্য বিস্তার করতে পারে।এক সময় তার ক্ষমতা ও সাহসীকতার জন্য তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পিএসের আর্শীবাদ পুষ্ট হয়ে,নানা অপকর্মের মাধ্যমে অবৈধ অর্থের মালিক হয় যা।তার বিরুদ্ধে একশন নিতে গেলে পুলিশ কর্মকর্তা কে খাগড়াছড়ি বদলির হুমকি বার্তা পাঠানো হত।এভাবেই সেই একজন বিএনপির ক্যাড়ারে পরিণত হয়।২০০৪ সালে যখন র্যাব আত্মপ্রকাশ করে,তখন ভয়ে কিছু দিন ফরিদপুর দাদার বাড়িতে আত্নগোপন করেন।পরিস্থিতি বেগতিক দেখে টাকার বিনিময়ে জাপানের রেলওয়ে স্টেশন পরিষ্কার করার জন্য একটি ভিসা সংগ্রহ করে জাপান চলে যায়। দীর্ঘদিন তিনি ওখানে চাকরির পাশাপাশি হাই প্রোফাইল মানুষ দের অর্থের বিনিময়ে নারী সাপ্লাই দিতে থাকে।এই ব্যবসায় জড়িত হওয়ার পর তাকে আর পিছনে থাকিয়ে থাকতে হয় নাই। একসময় সেই হাই প্রোফাইল মানুষ দের মাধ্যমে তদবির করে জাপানের নাগরিকত্ব নেয় শর্তসাপেক্ষে। সেই একজন মুসলিম হলেও ধর্মান্তরিত হয়ে মনিরুল এক থেকে নাম পাল্টিয়ে হয়ে যায় জাপানি মরিতা মনি (মরিতা) হলো জাপানি নাম।পরবর্তী সময়ে যখন আওয়ামীগ সরকার দীর্ঘদিন ক্ষমতায় তখন নিজেকে আওয়ামিলীগ পরিচয় দিতে বিভিন্ন আওয়ামী রাজনীতির মতাদর্শের অনলাইন সংগঠন গুলোতে ডুকে পড়ে, নিজেকে একজন মাননীয় প্রধানমন্ত্রীর খালাতো ভাই পরিচয় দিতে থাকে।সময় সময় নিজের ছবি সরকারের ভাবমূর্তি কে প্রশ্নবিদ্ধ করতে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড প্রচারের নামে তার ছবি প্রচার করতে থাকে।বিভিন্ন জন কে জাপান নিয়ে যাওয়ার লোভ দেখিয়ে তার ছবি প্রচারে বাধ্য করানোর চেষ্টা করে।সেই বর্তমানে বাংলাদেশের কোন নাগরিক নই।দেশের নাগরিক না হয়ে সেই বাংলাদেশের রাজনীতি নিয়ে ঘোলাটে পানিতে মাছ শিখার করার চেষ্টা করে। এই বিষয়ে দেশের সচেতন সমাজের মানুষের প্রত্যাশা জাপান বাংলাদেশ দূতাবাস যেন, তার বিরুদ্ধে যতাযত ব্যবস্থা গ্রহন করে।সেই দীর্ঘদিন ধরে বিএনপির এজেন্ডা বাস্তবায়নের জন্য, আওয়ামী রাজনীতির অনলাইন যোদ্ধাদের নামে বিভিন্ন অপপ্রচার করে, হুমকি বার্তা পাঠিয়ে ধ্বংস করতে চাই আওয়ামিলীগের যারা রাতদিন পরিশ্রম করে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করার চেষ্টা করে তাদের।
Leave a Reply