স্টাফ রিপোর্টারঃ
আজ বুধবার জাতীয় শিশু দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দিনটি উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। আজ সকাল ৮-৩০ মিঃ শহীদ মনিমুল হক সড়কে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এর পর চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শরিফুল আলম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদ, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এ্যাডঃ নজরুল ইসলাম,জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মো.এরফান আলী, দপ্তর সম্পাদক ইমন রেজা,উপ দপ্তর সম্পাদক মোঃমনিরুল ইসলাম,জেলা আওয়ামী যুব লীগের সাধারণ সম্পাদক আমানুল্লাহ বাবু, সদর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আনোয়ারুল আজিম মাস্টার, জেলা মহিলা আওমীলীগের সাধারণ সম্পাদক হালিমা বেগম,জেলা মহিলা যুব লীগের সভাপতি এ্যড. ইয়াসমিন সুলতানা রুমা, সাধারণ সম্পাদক সান্তনা হক সান্তা,জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক সাইফ জামান আনন্দ, আওয়ামী লীগ নেতা সাংবাদিক ফারুক আহাম্মেদ সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ । অনুষ্ঠান সঞ্চালনা করেন চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ মিজানুর রহমান মিজান। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও ৭৫ সালের ১৫ আগষ্ট শহীদদের আত্মার মাগফেরাত ও দেশ জাতির মঙ্গল কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।পরে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটেন উপস্থিত নেতৃবৃন্দ। এরপর বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে মুজিব মঞ্চে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এইদিকে নানা আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে পালিত হচ্ছে জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর জন্মদিন।
আজ সূর্যদয়ের সাথে সাথে জেলা স্টেডিয়ামে(পুরাতন) ২১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে দিবসটির সূচনা করে। সকাল ৯-৩০ মিনিটে জেলা প্রশাসনের সামনে বঙ্গবন্ধু মঞ্চে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কেটে শোভাযাত্রা সহকারে শহরের মুজিব মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) এ কে এম তাজকির উজ জামান, অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) দেবেন্দ্রনাথ ওরাঁও, সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম সরকার,সহকারী কমিশনার রওশনা জাহান সহ জেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ।
Leave a Reply