রফিকুল হাসান রনজু, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) উপজেলা প্রতিনিধিঃ
ভূরুঙ্গামারীতে অতিরিক্ত যাত্রী পরিবহনের দায়ে ৫ হাজার ও মাস্ক বিহীন পথচারীদের ৬শ টাকাজরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
দীর্ঘদিন করোনায় লকডাউনের পর সারাদেশের ন্যায় ভূরুঙ্গামারী থেকে ঢাকাগামী দুরপাল্লার কোচ চালু করা হলে সোমবার রাত সাড়ে ৮ টার সময় সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী উপজেলা নির্বাহী অফিসার ফিরুজুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ঢাকাগামী হানিফ,নাবিল,এনাসহ বিভিন্ন কোচগুলোতে বাসের ভাড়া,সামাজিক দুরত্ব,সকলের মাস্ক পরিধান,অতিরিক্ত যাত্রী তোলা মনিটরিং করা হয়।এসময় “লিমন এক্সক্লুসিভ (ঢাকা মেট্রো-ব-১৫-০০০৯) নামক একটি কোচকে অতিরিক্ত যাত্রী পরিবহন ও সামাজিক দুরত্ব না মানার দায়ে সড়ক পরিবহন আইনে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।অপর দিকে মঙ্গলবার ভূরুঙ্গামারী বাসষ্ট্যান্ড ও জামতলা মোড়ে মাস্ক বিহীন অবস্থায় চলাফেরা করার সময় ৩ জন পথচারীকে ৬শ টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) করোনা কালে সরকারী নির্দেশনা না মানলে পরিবহন আটকসহ ভ্রাম্যমাণ আদালতে জেল,জরিমানা করা হবে মর্মে অন্যান্য কোচের চালক,সুপারভাইজারকে সতর্ক করা হয়েছে।ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় ভূরুঙ্গামারী থানার ইন্সপেক্টর (তদন্ত) জাহিদুল ইসলাম,এসআই শ্রী দুলাল চন্দ্র বর্মণ, উত্তর ধরলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি বশির আহমেদ (বাশি),সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানসহ গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।উপজেলা নির্বাহী অফিসার সকলকে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে চলে নিরাপদে থাকতে সকলের প্রতি আহবান জানান।
Leave a Reply