আরমান হোসেন ডলার, (বিশেষ প্রতিনিধি) বগুড়াঃ
বগুড়া জেলা শিবগঞ্জ উপজেলা আবারো সড়ক দূর্ঘটনা অল্পের জন্য প্রানে বেঁচে গেলেন যাত্রীরা।
৮ই ডিসেম্বর মঙ্গলবার বগুড়া-জয়পুরহাট মহা সড়কের কিচক তেলের পাম্প সংলগ্ন স্থানে আজ সকাল ১০ ঘটিকায় জয়পুরহাটগামী বিআরটিসির একটি বাস (যার নং ঢাকা মেট্রো চ- ৮১৩৫) চলন্ত অবস্থায় সামনের চাকা পানচার হয়ে রাস্তার পাশে গভীর গর্তে উল্টে যায়। উক্ত দূর্ঘটনায় অল্পের জন্য শিশুসহ অনেক যাত্রী প্রানে বেঁচে যান।
খবর পেয়ে শিবগঞ্জ থানার টহলরত পুলিশ সাব ইন্সপেক্টর মোহাম্মদ আলীর নেতৃত্বে ৯৯৯ জরুরী যান নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন।
Leave a Reply