আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্লাটিনাম জুবিলী পালিত
সাদেকুল ইসলাম সুবেল, বিরল (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর বিরলে উপজেলা আওয়ামী লীগের কর্তৃক আয়োজনে সংগ্রাম,গৌরব ও ঐতিহ্যের সংগঠন
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্লাটিনাম জুবিলী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
২৩ জুন (রবিবার) সকাল ৯ টায় বিরল উপজেলা দলীয় কার্যালয়ে জাতীয় সংগীত এর তালে তালে দলীয় ও জাতীয় পতাকা উত্তলনের মধ্যে দিয়ে ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্লাটিনাম জুবিলী উদযাপনের শুভসূচনা করা হয়।
পরে দলীয় কার্যালয় থেকে বিশাল বর্ণাঢ্য র্যালী নিয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষীন করে সকাল ১০ টায় উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয় ও কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ১০:৩০ মিনিটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক (সাগর), সাধারণ সম্পাদক বাবু রমাকান্ত রায়, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড: রবিউল ইসলাম (রবি) পি পি দিনাজপুর। উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোশারফ হোসেন, সহসভাপতি আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বিভূতী ভুষন, লায়লা আর্জুমান বানু, যুবলীগের সভাপতি আব্দুল মালেক, (ভার:) সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য বিলকিস আরা, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সুরজিত কুমার বাবুল, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আপেল, ছাত্রলীগের সভাপতি সোহাগ বাবু, সাধারণ সম্পাদক আল ইমরান সানমুন সহ পৌরসভা/ইউনিয়ন/ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply