আব্দুল হাকিম গাজী, খুলনা জেলা প্রতিনিধিঃ
“শুভ_জন্মদিন”প্রিয় নাজমুল মানবতার সেবক। ৩০/১১/১৯৯৬ এই দিনে পৃথিবীর আলো-বাতাস স্বাদ গ্রহণ করেন। দশ মাস দশ দিন যে মা গর্ভে ধারণ করেছিল সেই মাকে জানাই হাজারো সালাম প্রতিটি ঘরে ঘরে যেন এমন নাজমুলের জন্ম হয় । সে যেন এক গরিবের বন্ধু।
আড়ালে থাকা পরিশ্রমিক মানবিক স্বপ্নবাজ!! রক্তযোদ্ধা ও রক্তের ফেরিওয়ালা!!! প্রতিষ্টাতা ও সাংগঠনিক সম্পাদক-ওরা ২১ স্বেচ্ছাসেবী সংগঠন, সারা ব্লাড ইউনিট এর সাংগঠনিক সম্পাদক ও মানুষের কল্যাণে আমরা সংগঠনের উপদেষ্টা, ধামালিয়া ইউনিয়ন খবর প্রতিদিনের প্রতিষ্ঠাতা এডমিন, ডুমুরিয়া উপজেলার পেজের এডমিন ।
নাজমুল সাহেব বলেছেন, আমার জন্মদিনে একটাই প্রতিজ্ঞাবদ্ধ করতে চাই সবাইকে আমি যেন মৃত্যুর আগ পর্যন্ত স্বেচ্ছায় মানুষের সেবা করে যেতে পারি।
শুভ হোক তোমার আগামির পথ চলায়!!!! শুভ কামনা সবসময়!! মহান আল্লাহ্ তোমার সর্বদা মঙ্গল করুন ও নেক হায়াৎ দান করুন ।
Leave a Reply