বগুড়া(কাহালু)প্রতিনিধিঃ
বগুড়া জেলা নন্দীগ্রাম উপজেলা অডিটোরিয়াম হল রুমে লাইট হাউস এর আয়োজনে ” আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নবেম্বর হইতে ১০ডিসেম্বর ২০২০) ১৬দিন ব্যাপি প্রচারনায় শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের নিয়ে এক স্কুল বিতর্ক প্রতিযোগিতা” অনুষ্ঠিত।।
উপজেলা পর্যায়ে দুটি স্কুল আজকের বিতর্ক প্রতিযোগিতা অংশগ্রহণ করেন।
১. নন্দীগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় এবং
২. রণবাঘা উচ্চ বিদ্যালয়।
আজকের বিষয়বস্তু ছিলঃ আইন নয়, সচেতনতাই পারে নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ করতে।
পক্ষে ছিলেন রনবাঘা উচ্চ বিদ্যালয় এবং বিপক্ষে ছিলেন নন্দীগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়।
বিচারক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাকিল আহমেদ (ইন্সট্রাক্টর, উপজেলা রিসোর্স সেন্টার), একরামুল হক সরকার (উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার), মোছাঃ নাছরিন সুলতানা (উপজেলা একাডেমিক সুপারভাইজার), মোছাঃ খালেদা ইয়াসমিন (উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা)
সময় নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার (শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল) এবং সাধারন সম্পাদক, জাতীয় মানবাধিকার সমিতি বগুড়া জেলা কমিটি।
প্রতিযোগিতায় অংশগ্রহণ শেষে বিচারপতিদের ফলাফলে দুটি স্কুলের মধ্যে চ্যাম্পিয়ন পক্ষে দল, রনবাঘা উচ্চ বিদ্যালয় এবং রানার্স-আপ হয় বিপক্ষে দল, নন্দীগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়।
সার্বিক পরিচালনা ছিলে উক্ত প্রজেক্ট কো-অর্ডিনেটর, রশিদা খাতুন।
সার্বিক সহযোগিতায় মোছাঃ ছালমা খাতুন ( উপজেলা সমন্বয়কারী)
বাস্তবায়নেঃ ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল।
অর্থায়নেঃ ইউ.এস.এ.আই.ডি
Leave a Reply