মহেশখালী প্রতিনিধিঃ
এক শিক্ষকের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগের বিপরীতে তদন্ত কমিটি গঠন করার কথা ছিল মহেশখালী কলেজ কর্তৃপক্ষের। কিন্তু এক মাস অতিবাহিত হলেও সেই তদন্ত কমিটি আদৌ আলোর মুখ দেখেনি ! এ নিয়ে চলছে নানান আলোচনা সমালোচনা।
এলাকাবাসীরা জানান, ১৯ এপ্রিল রাতে এক নারী সহ মহেশখালী কলেজের আইসিটি শিক্ষক আবু সরওয়ার রানাকে অনৈতিক অবস্থায় মহেশখালী পৌরসভার চরপাড়ায় আটক করে। পরে এলাকাবাসী এই বিষয়ে পরিচালনা কমিটির সদস্য, কলেজের অধ্যক্ষ ও সভাপতিকে লিখিত অভিযোগ দেন। কলেজ অধ্যক্ষ ও সভাপতি অভিযোগের বিপরীতে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে সাংবাদিকদের জানালেও অজ্ঞাত কারনে এখনো তদন্ত কমিটির কার্যক্রম শুরু হয়নি।
তদন্ত কমিটি গঠনের বিষয়ে বক্তব্য নিতে মহেশখালী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহমদ কবিরের সাথে ফোনে যোগাযোগ করা হলে, সাংবাদিক পরিচয়ে ঘটনার বিষয়ে জানার চেষ্টা করা হলে তিনি পোন কেটে দেন। পরে আর ফোন ধরেননি তিনি ৷
শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধনের পর বিভিন্ন শ্রেণীপেশার ৪০ জন এলাকাবাসীর স্বাক্ষরিত অভিযোগ জমা দেয়ার পরেও কেন কলেজ কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করেননি। সেই বিষয়ে জনমনে নানান প্রশ্নের জন্ম দিচ্ছে ৷ অভিভাবক ও সচেতন মহল মনে করছেন, কলেজ কর্তৃপক্ষ ঐ শিক্ষকের অপকর্ম ঢাকতে এক মাসেও তদন্ত কমিটি গঠন করেননি এবং কলেজের এই সিদ্ধান্তে নিরাপদ শিক্ষাঙ্গন গঠনে বাঁধা সৃষ্টি করছে বলেও মনে করছেন তারা।
Leave a Reply