নিউজ ডেস্ক : উন্মুক্ত স্থানে নয়, এবার আসন্ন ঈদুল আজহার জামাত মসজিদে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। সচিবালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আনোয়ার হোসাইন।
তিনি সাংবাদিকদের বলেন, করোনা ভাইরাসের কারণে ঈদুল ফিতরের মতো ঈদুল আজহার নামাজের জামাত উন্মুক্ত স্থানে না করে মসজিদে আদায়ের সিদ্ধান্ত হয়েছে। ধর্ম সচিব মো. নূরুল ইসলামের সভাপতিত্বে সভায় দেশের বরেণ্য ওলামায়ে কেরামরা উপস্থিত ছিলেন।
Leave a Reply