চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তার আধুনিক নতুন বাসভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
গতকাল ২২ এপ্রিল ২০২১খ্রিঃ রোজ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় উপজেলা অফিসার্স কোয়ার্টার চত্তরে ১ কোটি ৪২ লক্ষ টাকা ব্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার আধুনিক নতুন বাসভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দীকা।
এসময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও দিনাজপুর জেলা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মোঃ আহসানুল হক মুকুল, উপজেলা প্রকৌশলী মুহাঃ ফারুক হাসান, দারুল ফালাহ্ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ ইউসূফ আলী, উপজেলা আওয়ামীলীগের সহঃ দপ্তর সম্পাদক প্রদীপ কুমার রায় প্রমূখ উপস্থিত ছিলেন।
এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণসহ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply