নিজস্ব প্রতিবেদকঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার মাদারগঞ্জ -ভূরুঙ্গামারী সড়কের পুরাতন গোডাউন মোড় এলাকায় আজ শুক্রবার ১২ দিকে ইটের খোয়া বোঝাই একটি ট্রাক্টর উল্টে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃত্যু ব্যাক্তি বল্লভেরখাষ ইউনিয়নের হাছির গ্রামের মৃত্যু হাছি দেয়ানীর ছেলে মোন্নাফ উদ্দিন (৬০)। প্রত্যক্ষদর্শিরা জানান, সড়কের অদুরে পুরাতন গোডাউনের পাশ থেকে ইটের খোয়া নিয়ে
একটি ট্রাক্টর মূল সড়কে উঠার সময় উল্টে যায়। এসময় সড়কের পাশে থাকা মোন্নাফ উদ্দিন ট্রাক্টরের ডালা ও সড়কের কিনারায় থাকা একটি গাছের মাঝে চাপা পড়ে এবং সেখানেই তার মৃত্যু
হয়। এসময় ট্রাক্টরের চালক পালিয়ে যায়। পরে স্থানীয়রা দীর্ঘক্ষন চেষ্টা করে ট্রাক্টর সরিয়ে মোন্নাফ উদ্দিনের মরদেহ উদ্ধার করে।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাববু আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এব্যাপারে থানায় একটি সাধারণ ডাইরী হয়েছে।
Leave a Reply