আরিফুল ইসলাম জয়, স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রাম এর নাগেশ্বরী উপজেলার
কচাকাটায় ধানক্ষেতে বোনের সাথে কচুরিপানা তুলতে গিয়ে এক শিশু পানিতে ডুবে মৃত্যুবরন করেছে।
জানাগেছে আজ ৪ জুন শুক্রবার সকাল সাড়ে ১০ টার সময় কচাকাটা থানার কেদার ইউনিয়নের দৌলতের গ্রাম মেকারটারীর মনজু মিয়ার পুত্র মোস্তাকিন (২)তার বড় বোন মৌসুমী খাতুন(৭)র সাথে বাড়ির নিকটে ধানের জমিতে খাচারী দিয়ে কচুরিপানা তুলতে গিয়ে বোনের অজান্তেই পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়।
Leave a Reply