অব্যাহত শৈত্যপ্রবাহ আর কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে লালমনিরহাটের জনজীবন। এতে দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল আর খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ।
বুধবার (১৫ জানুয়ারি) সকাল ৬টায় লালমনিরহাট ও আশপাশের এলাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
সূত্র জানায়, রাতের ঘন কুয়াশার চাদরে যেন ঢাকা পড়েছে লালমনিরহাটের জনপদ। কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। প্রয়োজনীয় কাজ ছাড়া অনেকেই যাচ্ছেন না ঘরের বাহিরে। বেশি দুর্ভোগে পড়েছে লালমনিরহাটের তিস্তা ও ধরলা নদী তীরবর্তী চরাঞ্চলের মানুষ।
ভুক্তভোগীরা বলছেন শীতের কারণে তারা ক্ষেতে-খামারে কাজ করতে পারছেন না, সেই সঙ্গে বিশেষ করে বয়স্ক লোকদের নানা রোগে ভুগতে হচ্ছে। যারা দিন মজুরের কাজ করে তারা শীতের কারণে কাজে যেতেই পারছে না, খেয়ে না খেয়ে তাদের দিনাতিপাত করতে হচ্ছে।
এ ব্যাপারে জেলা প্রশাসক আবু জাফর জানান, ৪০ হাজার ৭শ পিস কম্বল ও ১ হাজার শুকনা খাবারের প্যাকেট জেলার পাঁচ উপজেলায় বিতরণ করা হয়েছে। এছাড়াও শিশুদের গরম পোশাক ও শিশু খাদ্য ক্রয়ের জন্য কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।
Leave a Reply