আহসান হাবীব, স্টাফ রিপোর্টারঃ
মহামারি করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন সাতক্ষীরার তরুণ সাংবাদিক সদরুল কাদির শাওন (৩৪)। সোমাবার (১২ জুলাই) দিনগত রাত আড়াইটার দিকে তিনি সাতক্ষীরা সিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার অভিভাবক মেহেদি হাসান রনি।
সদরুল কাদির শাওন ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ভোরের পাতা’র স্টাফ রিপোর্টার (সাতক্ষীরা) হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি আলোর যাত্রা নামে একটি অনলাইন পোর্টালের সম্পাদক ও প্রকাশক ছিলেন। তার বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের থানাঘাটা গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার সকাল ১১টায় তার জানাজা শেষে দাফন করা হয়েছে।
এদিকে সাংবাদিক সদরুল কাদির শাওনের মৃত্যুতে সাতক্ষীরার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।
Leave a Reply