আজহারুল ইসলাম সাদী,সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলায় ২৯ তম আন্তর্জাতিক ও ২২ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র্যালি ও আলচনা সভা অনুষ্ঠিত।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকালে এ উপলক্ষে উপজেলা চত্ত্বর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, পরবর্তীতে ‘‘কোভিড—১৯ প্রেক্ষাপটে প্রতিবন্ধী ব্যক্তিকে সম্পৃক্ত করি, নতুন করে টেকসই বিশ্ব গড়ি’’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা নিবার্হী কর্মকর্তার হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় আয়োজিত উক্ত আলোচনা সভায় কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, মোহাম্মদ মোজাম্মেল হক রাসেলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, নলতা এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ পারভেজ, মানবাধিকার জনকল্যাণ ফাউন্ডেশন(এম,জে,এফ)এর কর্মকর্তা কর্মচারী সহ স্থানীয় বিভিন্ন এনজিও’র কর্মকর্তাসহ কর্মচারি বৃন্দ।
সভায় বক্তরা প্রতিবন্ধীতা বিষয়ে সচেতনতার প্রসার, প্রতিবন্ধী ব্যক্তিদের মর্যাদা সমুন্নতকরণ, অধিকার সুরক্ষা এবং উন্নতি সাধন নিশ্চিত করার আহ্বান করেন। এছাড়াও রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, ক্রীড়া, সাংস্কৃতিসহ জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রতিবন্ধীদের সম্পৃক্ত করার সুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
Leave a Reply