আজহারুল ইসলাম সাদী, সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
কালিগঞ্জ থানার নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ মে) বেলা ১২ টার সময় সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা বলেন, সমাজ উন্নয়নে সাংবাদিকদের লেখনির ভুমিকা প্রশংসনীয়। সমাজের নানা ন্যায় অন্যায় সুখ-দুঃখের চিত্র তারা লেখনির মাধ্যমে তুলে ধরেন, সচেতন করেন দেশ ও জাতিকে।
তিনি আরো বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে। আমি চাই কালিগঞ্জ থানা হবে দালাল মুক্ত। কোন দালালকে থানা এলাকায় দেখতে চাই না। যে কোন মানুষের সহযোগিতায় জন্য আমার অফিস সবসময় খোলা রয়েছে।
রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান, রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি সাদেকুর রহমান, সাধারণ সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু, যুগ্ম সম্পাদক এসএম গোলাম ফারুক, সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, অর্থ সম্পাদক গাজী মিজানুর রহমান, দপ্তর সম্পাদক আরাফাত আলী, কার্যনির্বাহী সদস্য অবসরপ্রাপ্ত অধ্যাপক সনৎ কুমার গাইন, সাধারণ সদস্য আফজাল হোসেন, জামাল উদ্দিন, সাংবাদিক মাসুদ পারভেজ, হাবিবুল্ল্যাহ বাহার, শিমুল হোসেন প্রমুখ।
প্রসঙ্গত, গত ২ মে মোঃ গোলাম মোস্তফা কালিগঞ্জ থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান। এর আগে তিনি খুলনার তেরখাদা থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন।
Leave a Reply