আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি) বগুড়াঃ
২৯ নভেম্বর, ২০ তারিখে সকাল ১১ টায় কনফারেন্স রুম, কাজিপাড়া দ্বি- মূখী উচ্চ বিদ্যালয়, কাহালু- বগুড়ায় ছাত্রীদের নিয়ে এক বির্তক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান, বীরকেদার ইউনিয়ন, কাহালু জনাব মো: সেলিম উদ্দিন। জনপ্রতিনিধি রুহুল আমিন, শাবান আকতার ছবি ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি জনাব মো: বেলাল উদ্দিন, শিক্ষক-শিক্ষিকাসহ ১১০জন ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। বির্তক প্রতিযোগিতার বিষয় ছিল “সরকারি আইনগত সহায়তাই পারে নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ করতে”।
পক্ষে এবং বিপক্ষে দলে মধ্যে বির্তকের মাধ্যমে পক্ষে দল চ্যাম্পিয়ান হিসেবে নির্বাচন হয়। পক্ষে দলে অবস্থন ছিলেন ১. সুরাইয়া খাতুন(দলনেতা) , ২. রশ্নি খাতুন, ৩. জয়া খাতুন। বিপক্ষে অবস্থান ছিলেন ১. জুলহাক প্রামানিক(দলনেতা), ২. তুহিন প্রামানিক ও ৩. বিপ্লব ইসলাম সকলই ছাত্র-ছাত্রী। শ্রেষ্ট বক্তার হিবেবে নির্বাচিত হয়েছে জুলহাক প্রামানিক(দলনেতা)। উক্ত অনুষ্টানে তিন জন বিচারকের ভুমিকায় ছিলেন ১. আব্দুল ওহাব(শিক্ষক), ২. মো: বেলাল হোসেন(সভাপতি) ও ৩. মো: রাজু আহমেদ(শিক্ষক)। যৌথ আয়োজনে জেলা লিগ্যাল এইড কমিটি, বগুড়া ও লাইট হাউস। বাস্তবায়নের ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। আর্থিক সহায়তা ইউএসএআইডি।
সভাপতি ছিলেন প্রধান শিক্ষক জনাব মতিয়ার রহমান, কাজিপাড়া দ্বি- মূখী উচ্চ বিদ্যালয়, কাহালু পরিচালনায় ও স্বগত বক্তব্য ছিলেন প্রকল্প সমন্বয়কারি, লাইট হাউস জনাব রশিদা খাতুন বির্তক প্রতিযোগিতার লক্ষ্য, উদেশ্য ও নিয়ম কানুন নিয়ে স্বাগত বক্তব্য রাখেন। লাইট হাউসের পিপিজে বগুড়ার প্রকল্প সমন্বয়কারী রশিদা খাতুন, ছালমা।
প্রধান অতিথি বলেন “আজকের বির্তক প্রতিযোগিতার মাধ্যমে অত্র স্কুলের ছাত্রীদের দক্ষতা বৃদ্ধি পেলো, এই অনুষ্ঠানের ফলে সরকারি খরচে আইনগত সহায়কা পাওয়া যায় তা জানতে পারলো। এতো গরিব অসহায় মানুষ ন্যায় বিচার পাবে বিনা খরচে”। ছাত্র-ছাত্রীদের করোনা মোকাবেলা, সচেতনতা, স্বাস্থ্যবিধি মানার জন্য বিশেষ অনুরোধ করা হয়।
Leave a Reply