কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
মঙ্গলবার (১সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে বজ্রপাতে আরিফ হোসেন (১৮) নামের এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আরিফ হোসেন উপজেলার বড়ভিটা ইউনিয়নের বানিয়াটারী গ্রামের শহিদুল ইসলামের ছেলে ও ফুলবাড়ী ডিগ্রী কলেজের এইচ এস সি পরীক্ষার্থী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সেচের কাজে ব্যবহৃত শ্যালো মেশিন বৃষ্টির হাত থেকে বাঁচাতে পলিথিন দিয়ে ঢাকতে কলা গাছের ভেলায় করে নীলকমল নদী পার হবার সময় বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতে ধাক্কায় আরিফ হোসেন নীলকমল নদীতে পড়ে যায়। ঘটনাস্থলে থাকা লোকজন এসে তাকে উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply