নিজস্ব প্রতিবেদকঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অগ্নিকান্ডে ২টি ঘর ভস্মীভূত হয়েছে।
বৃহস্পতিবার রাত ২.৪৫ মিনিটে ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে আমিনুর রহমান নামের এক ব্যক্তির ২ রুম বিশিষ্ট ৩০ হাত দৈর্ঘ্যরে একটি টিনসেট ঘর পুড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, গোয়াল ঘরে থাকা মশার কয়েল থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। এলাকাবাসি আগুন নিয়ন্ত্রনে আনে।
এতে গোয়াল ঘরে থাকা তিনটি গরু অগ্নিদগ্ধ হয়েছে।
বাড়ির মালিক আমিনুর রহমান জানান,অগ্নিকান্ডে তার আনুমানিক প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
Leave a Reply