নিজস্ব প্রতিবেদকঃ ভূরুঙ্গামারীতে স্ত্রী খুনের অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ। মৃত নাসিমা বেগম পাথরডুবী ইউনিয়নের বাঁশজানি গ্রামের মৃত আ. রহমানের কন্যা।
জানা গেছে, উপজেলার শিলখুড়ি ইউনিয়নের দক্ষিণ ধলডাঙ্গা গ্রামের বেলাল হোসেনের স্ত্রী নাসিমা (৪৫) এর মৃতদেহ রবিবার বিকালে বাড়ির পেছনের খালে দেখতে পেয়ে এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নেয়। রাতে মৃত নাসিমার ভাই আ. হাকিম বাদী হয়ে স্বামী বেলাল হোসেনকে আসামি করে হত্যা মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
ভূরুঙ্গামারী থানার ওসি মুহা. আতিয়ার রহমান বলেন, প্রাথমিক তদন্তে লাশের গলায় এবং ঘাড়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মামলা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply