খালেদ হাসানঃ
কুড়িগ্রাম উলিপুর উপজেলার বজরা ইউনিয়নে কম্বাইন হারভেস্টারের মাধ্যমে গম কাটা ও মাড়াই শুরু হয়েছে। ABEDIN EQUIPMENT LIMITED কোম্পানীর এ মেশিন ঘণ্টায় তিন বিঘা গম ও ধান কাটতে সক্ষম।
অত্যাধুনিক এই মেশিনে গম কাটা ও মাড়াই করতে কৃষকের বিঘা প্রতি খরচ হচ্ছে দুই হাজার টাকা, যা শ্রমিকদের দিয়ে করালে ব্যায় হতো ৬ থেকে ৭ হাজার টাকা।
জাপানের কুবতা স্মার্ট অ্যাসিস্ট রিমোট প্রযুক্তির কম্বাইন হারভেস্টার দেশে এনেছে এসিআই মোটরস।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) তথ্যানুযায়ী, বাংলাদেশে ফসল চাষ, সেচ, নিড়ানি ও কীটনাশক প্রয়োগে ৯৫ শতাংশ যান্ত্রিকীকরণ হয়েছে।
কৃষি যান্ত্রিকীকরণে তিন হাজার কোটি টাকার প্রকল্পটি পাস হয়েছে। এর আওতায় দুই হাজার কোটি টাকার মতো রাখা হয়েছে কৃষিযন্ত্রে ভর্তুকি বাবদ।
কৃষিযন্ত্র ব্যবহারে বাংলাদেশ নতুন যুগে প্রবেশ করেছে। এক থেকে দেড় দশক আগেও দেশের কৃষিকাজে শুধু পাওয়ারটিলার ও ডিজেল ইঞ্জিনের ব্যবহার ছিল। সময়ের ব্যবধানে সেখানে যুক্ত হয়েছে ট্রাক্টর, কম্বাইন হারভেস্টার ও রাইস ট্রান্সপ্ল্যান্টার ইত্যাদি যন্ত্রপাতি।
আধুনিক কৃষিযন্ত্রের তালিকায় সর্বশেষ সংযোজন কম্বাইন হারভেস্টারের স্মার্ট অ্যাসিস্ট রিমোট সিস্টেম প্রযুক্তি। যা বাংলাদেশে এনেছে ABEDIN EQUIPMENT LIMITED ও জাপানের কুবতা। এটি ব্যবহারে হারভেস্টারের মালিক খুব সহজেই যন্ত্রটির অবস্থান জানতে পারবেন। সেই সঙ্গে কতটুকু জমির ধান কাটা হয়েছে, কতটুকু সময় চালানো হয়েছে, যন্ত্রে কোনো ধরনের সমস্যা হচ্ছে কি না অথবা কোনো সমস্যা হওয়ার আশঙ্কা আছে কি না ইত্যাদি সহজেই জানা যাবে। মূলত মোবাইলে একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে এসব তথ্য পাবেন হারভেস্টারের মালিক।
কম্বাইন হারভেস্টারের মালিক এরফান আলী (বাবু) বলেন, কৃষকদের শ্রমিক সংকট মোকাবিলায় হারভেস্টার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
Leave a Reply