কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের মোঘলবাসা ইউনিয়নে নিখোঁজের একদিন পর দুই বাক প্রতিবন্ধী সহোদরের মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোর ৬টার সময় নিধিরাম গ্রামে বাড়ির পাশের পুকুর থেকে মারুফ (১০) ও মামুনের (৮) মরদেহ উদ্ধার করে প্রতিবেশীরা। প্রতিবন্ধী শিশু দুটি মোঘলবাসা ইউনিয়নের নিধিরাম গ্রামের বেলাল হোসেনের পুত্র।
স্থানীয়রা জানায়, গতকাল সোমবার বিকেল তিনটা থেকে দুই বাক প্রতিবন্ধী ভাইয়ের খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ ব্যাপারে রাতে মাইকিং করা হয় এবং বিভিন্নভাবে খুঁজেও তারা ব্যর্থ হয়। পরে মঙ্গলবার ভোর ৬টায় স্থানীয় মুসল্লিরা ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার সময় পুকুরে শিশু দুটির মরদেহ ভাসতে দেখে স্বজনদের খবর দেয়।
দুই বাক প্রতিবন্ধী সন্তানের মা আখি বেগম জানান, তার দুটি ছেলে এবং একটি মেয়ের সবাই বাকপ্রতিবন্ধী। পরপর তিন প্রতিবন্ধী সন্তান জন্ম দেওয়ার কারণে তাদের বাবা বেলাল হোসেন তিন বছর আগে নিরুদ্দেশ হয়। এরপর থেকে পরিবারের সাথে সে কোন যোগাযোগ রাখেনি।
মোগলবাসা ইউনিয়নের চেয়ারম্যান নুরজামাল বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কুড়িগ্রাম সদর থানার ওসি মাহফুজার রহমান জানান, ঘটনাটি শুনেছি। সহোদর বাক প্রতিবন্ধী দুই ভাই অসাবধানতাবসত পুকুরে পরে মারা গেছে বেলেই মনে হয়।
Leave a Reply