কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (১৩ আগষ্ট) কুড়িগ্রামে সড়ক দূর্ঘটনায় সমাজসেবা অফিসের প্রশিক্ষকের পরিবারের ৩জনসহ ৫জন নিহত হয়। নিহতদের স্বজন সূত্রে জানা গেছে, নরসিংদী জেলার সমাজ সেবা অফিসের কারিগরি প্রশিক্ষক (পোল্ট্রি এন্ড গার্ডেনিং) ট্রেড এ কর্মরত মজিবর রহমান ওরফে আকবর হোসেন, স্ত্রী, ছেলে ও মেয়েসহ প্রাইভেটকার যোগে উলিপুরস্থ বাড়িতে আসছিলেন। পথিমধ্যে সকাল ৮টার দিকে কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের আরডিআরএস বাজার সংলগ্ন কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে চিলমারী-সাতক্ষীরা গামী বিআরটিসি বাসের সঙ্গে ওই প্রাইভেটকারের (ঢাকা মেট্রো-গ-২৫-৯৫৯৫) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকার চালক নরসিংদী জেলার মনহরদি পৌরসভার চক মাধবদি গ্রামের সায়েদ আলীর পুত্র সোহেল মিয়া (৩৫) নিহত হন। এ সময় গুরুত্বর আহত অবস্থায় কারের যাত্রী মজিবর রহমান ওরফে আকবর হোসেন (৫৭), স্ত্রী বিলকিস বেগম (৪৫), ছেলে বেলাল হোসেন বায়জিদ (১৫) কে কুড়িগ্রাম সদর হাসপাতালে আনা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুত্বর আহত হন মেয়ে আশামনি (৭) ও ড্রাইভারের সহযোগি ওয়াসিম (১৪)। পরে তাদের দুইজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথেই ওয়াসিমের মৃত্যু হয়।ওই পরিবারের একমাত্র জীবিত শিশু আশামনিও আশংকামুক্ত নন বলে তার চাচাতো ভাই মারুফ হোসেন জানিয়েছেন। নিহত মজিবর রহমান ওরফে আকবর হোসেন উলিপুর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের গোড়াই মাষ্টারপাড়া গ্রামের আমান উল্লা শেখের পুত্র।
পরিবারের একটি সূত্রে জানায় ঈদের সময় বাড়ী আসতে না পারায় আজ ছুটি নিয়ে পরিবারকে সঙ্গে নিয়ে বাড়িতে আসছিলেন মজিবর রহমান। বিকালে নিহতের বাড়িতে গেলে এলাকাবাসী জানান, মজিবর রহমান একজন ধার্মিক মানুষ ছিলেন। তিনি মসজিদ, হাফেজিয়া মাদ্রাসায়, কবরস্থানে, এলাকার কাঁচা রাস্তা সংস্কারসহ সামাজিক উন্নয়ন মূলক কর্মকান্ডে আর্থিকভাবে সহায়তা প্রদান করতেন। পরিবারসহ তার এ মর্মান্তিক মৃত্যুতে এলাবাসী শোকাহত হয়ে পড়েছে। নিহত ৩জনকে বিকাল ৬টায় স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
পাঁচ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সদর থানার ওসি (তদন্ত) আনোয়ারুল ইসলাম।
Leave a Reply