মোঃ আরিফুল ইসলাম জয়, স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার খাদ্য নিয়ন্ত্রক তিন উপজেলার দায়িত্ব পালন করায় খাদ্য নিয়ন্ত্রকের অফিস থেকে কাংখিত সেবা পাচ্ছেন না সেবা প্রত্যাশীরা।
জানা গেছে, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইশকে আব্দুল্লাহ ভূরুঙ্গামারী উপজেলার পাশাপাশি নাগেশ্বরী ও ফুলবাড়ি উপজেলায় অতিরিক্ত খাদ্য নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করছেন। এতে অধিকাংশ সময় ভূরুঙ্গামারী খাদ্য অফিস বন্ধ থাকতে দেখা যায়। যার ফলে সেবা গ্রহীতাদের সেবা না পেয়ে ফিরে যেতে হচ্ছে।
বৃহস্পতিবার (৪ মার্চ) সকাল এগারোটায় খাদ্য অফিসে গিয়ে দরজায় তালা ঝুলতে দেখা যায়। মোবাইলে যোগাযোগ করা হলে তিনি নাগেশ্বরীতে অবস্থান করছেন বলে জানান। অপরদিকে তার অনুপস্থিতির কারণে বন্যা দুর্গত এলাকায় খাদ্য নিরাপত্তার জন্য ৫ হাজার পারিবারিক সাইলর তালিকা এখনো প্রস্তুত হয়নি।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইশকে আব্দুল্লাহ জানান, ‘নাগেশ্বরী ও ফুলবাড়ি উপজেলায় অতিরিক্ত দায়িত্ব পালন করছি। ভূরুঙ্গামারীতে সপ্তাহে তিন দিন দায়িত্ব পালন করি। তবে অতিরিক্ত দায়িত্ব পালন করা উপজেলায় কাজের চাপ থাকলে ভূরুঙ্গামারীতে অফিস করা সম্ভব হয় না। বন্যা দুর্গতদের খাদ্য নিরাপত্তার জন্য পাঁচ ইউনিয়নের সাইলর তালিকা প্রস্তুত করা হয়েছে। বাকি পাঁচ ইউনিয়নের তালিকা এখনো প্রস্তুত হয়নি।
Leave a Reply