কেশবপুর প্রতিনিধিঃ
কেশবপুরের পাঁজিয়াই হাজারও দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে গ্রাম বাংলার ঐতিহ্যবাহি হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার সাগরদত্ত কাটি ঈদগাহ সংলগ্ন মাঠে ওই এলাকার যুবসংঘের উদ্যোগে (৮) দলীয় হাডুডু খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় অংশগ্রহণ করেন পাঁজিয়া, সাগরদওকাটি,নেপাকাটি, বেলকাটি, কেশনগর,পশ্চিম সারুটিয়া, ও বুরোলি দল।
এ খেলা উপভোগ করার জন্য সকাল থেকেই দর্শকরা মাঠে হাজির হতে থাকে।কখনও দাঁড়িয়ে আবার কখনও বা বসে দর্শকরা এ খেলা আনন্দের সাথে উপভোগ করছেন। এছাড়াও গনোতালি দিয়ে তাদের পছন্দের দলের খেলোয়াড়দেরকেও উৎসাহ দিচ্ছেন।
হাডুডু খেলা কমিটির আহ্বায়ক আনন্দ দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল।
Leave a Reply