মোঃ ইমরান হুসাইন, স্টাফ রিপোর্টারঃ
কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক রোগীকে মেয়াদোত্তীর্ণ স্যালাইন পুশ করা হয়েছে। ঘটনাটি সাংবাদিকের কাছে ধরা পড়ায় দ্রুত স্যালাইনটি খুলে ফেলা হয়। বিষয়টি নিয়ে কর্তব্যরত নার্সকে জিজ্ঞাসা করলে তিনি সাংবাদিককে জানান এতে রোগীর কোনও ক্ষতি হয়না মেয়াদোত্তীর্ণ হওয়ার ৩-৬ মাস পর্যন্ত ব্যবহার করা যায়। রোগীর স্বজনদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাৎক্ষনিক মেয়াদোত্তীর্ণ স্যালাইনটি পরিবর্তন করে নতুন স্যালাইন পুশ করে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত নার্স । হাসপাতাল কর্তৃপক্ষের চরম অবহেলার এই ঘটনায় রোগী ও স্বজনদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল ৯:৩০ মিনিটে। কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল ৮টায় ভোগতী গ্রামের এক মহিলাকে ভর্তি করেন রোগীর স্বজনেরা। সকাল ৯টার পর স্যালাইন দেওয়া হয় বলে জানান তারা। এর পর রোগীর স্বজন সাংবাদিক নুরুজ্জামান রোগী দেখতে এসে দেখেন পুশ করা হয়েছে মেয়াদোত্তীর্ণ স্যালাইন। ৯:৪১ মিনিট পরে মেয়াদোত্তীর্ণ স্যালাইন পরিবর্তন করে নতুন স্যালাইন পুশ করেন।কর্তব্যরত চিকিৎসক ডাঃ মাসুম বিল্লাহ জানান, মেয়াদোত্তীর্ণ স্যালাইন ব্যবহারে কোন ক্ষতি হলে তা আধা ঘন্টার মধ্যে হত। এখন অনেক সময় পার হয়ে গেছে। তিনি আরো জানান, হাসপাতালের সাপ্লাইতে দুই একটা পুরাতন স্যালাইন থাকে। এদিকে রোগীর স্বজনরা জানান রোগী এখন বর্তমানে সুস্থ্য আছে।
Leave a Reply