মো: ইমরান হুসাইন, স্টাফ রিপোর্টারঃ
কেশবপুর পৌরসভার প্যানেল মেয়র-১ নির্বাচিত হয়েছেন ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনোয়ার হোসেন এছাড়া প্যানেল মেয়র-২ হয়েছেন ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আতিয়ার রহমান ও প্যানেল মেয়র-৩ হয়েছেন ১ নম্বর সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর খাদিজা খাতুন। মঙ্গলবার সকালে কেশবপুর পৌরসভা মিলনায়তনে পৌর পরিষদের সভায় এ নির্বাচন সম্পন্ন হয়। সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল। সভায় ৯ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন। ওই সভায় নির্বাচিত কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে তাদেরকে প্যানেল মেয়র মনোনীত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পৌরসভার সচিব মোশারফ হোসেন।
Leave a Reply