মোঃ ইমরান হুসাইন, স্টাফ রিপোর্টারঃ
দেশে মহামারি করোনাভাইরাসের সর্বশেষ ২৪ ঘণ্টায় রেকর্ড শনাক্ত হয়েছে। দেশের ইতিহাসে সর্বোচ্চ ৭ হাজার ৮৭ জন । আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৩ জন। আগামীকাল ভোর ৬ টা থেকে সারা বাংলাদেশে সাতদিনের জন্য লকডাউন ঘোষনা করেছে সরকার। বর্তমানে করোনা কালে কেশবপুরের প্রশাসনও রয়েছেন কঠোর অবস্থানে। সামাজিক দূরত্ব ও মাস্ক ব্যবহার নিশ্চিত করতে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। রবিবার দুপুরে কেশবপুর শহরের থানা মোড়ে চলাচলকারী মাস্কবিহীন বিভিন্ন পথচারী ১৪ ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে ২ হাজার ৮শ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে ভূমি অফিসের নাজির ফারুক হোসেন জানান, কেশবপুর শহরের বিভিন্ন স্থানে মাস্কবিহীন চলাচল করার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাবলে ও আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যদের সাথে নিয়ে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন ৪ ব্যক্তিকে ৮শ টাকা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা ১০ ব্যক্তিকে ২ হাজার টাকা জরিমানা করেন।
Leave a Reply