মুহাম্মদ আমানুল্লাহ আমান, ক্ষেতলাল(জয়পুরহাট)প্রতিনিধিঃ
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার চৌমুহনী বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট ব্যাংকিং এর শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুল মতিন শেখ, সহকারী প্রকল্প কর্মকর্তা, আইবিবিএল জয়পুরহাট শাখা।
উক্ত উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আব্দুস সোবহান ইভিপি ও জোন প্রধান, আইবিবিএল বগুড়া জোন।
প্রধান অতিথির বক্তব্য রাখেন, ক্ষেতলাল উপজেলা পরিষদের চেয়ারম্যান,জনাব মোঃ মোস্তাকিম মন্ডল
গেস্ট অব অনার ছিলেন, ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা, জনাব এ. এফ.এম আবু সুফিয়ান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ক্ষেতলাল উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি, জনাব মোফাজ্জল হোসেন, ক্ষেতলাল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, জনাব শাহারুল ইসলাম বাবু, মাহমুদপুর ইউনিয়ন আওয়ামিলীগের আহবায়ক, জনাব এইচ.এম নুরুল নবী চৌধুরী (রতন), জনাব মঈন উদ্দীন, ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান আইবিবিএল জয়পুরহাট শাখা, জনাব এস.এম মিলন, জেলা প্রতিনিধি,দৈনিক প্রত্যাশা প্রতিদিন, জয়পুরহাট, জনাব নিপা পারভীন, স্বত্বাধিকারী মেসার্স জহুরুল এন্টারপ্রাইজ চৌমুহনী বাজার, জনাব আবু মুসা কিং, সহ-সভাপতি,ক্ষেতলাল উপজেলা আওয়ামী যুবলীগ, বিশিষ্ট ব্যাবসায়ী, জনাব শাহা জামান।
এছাড়াও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন,ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর এজেন্টগুলো স্টুডেন্ট হিসাব সহ সকল ধরনের ব্যাংক হিসাব খোলার ব্যবস্থা যেমন, হজ একাউন্ট, কৃষি একাউন্ট, ডিপিএস ও ফিক্স ডিপোজিট একাউন্ট, নগদ টাকা জমা ও উত্তোলন, বৈদেশিক রেমিটেন্স এর অর্থ প্রদান, বিদ্যুৎ,গ্যাস ও টেলিফোন বিল গ্রহণ, ডেবিট কার্ড ও খিদমাহ কার্ডের আবেদন গ্রহণ, ক্ষুদ্র ও কৃষি বিনিয়োগ প্রদান ও কিস্তি সংগ্রহ, ইন্সুরেন্স প্রিমিয়াম সংগ্রহ। এছাড়াও চেক বই ও ক্রেডিট কার্ডের আবেদন গ্রহণ, ইএফটি ও আরটিজিএস এর মাধ্যমে অন্য ব্যাংকের একাউন্টে ট্রান্সফার, বাংলাদেশ ব্যাংক অনুমোদিত যেকোনো গ্রহণ সেবা পাওয়া যাবে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকের শাখাগুলোতে।
উক্ত উদ্বোধন অনুষ্ঠান সঞ্চালন করেন, জনাব জামিল হাসান,অফিসার ও প্রকল্প কর্মকর্তা ইসলামী ব্যাংক জয়পুরহাট শাখা।
Leave a Reply