মুহাম্মদ আমানুল্লাহ আমান, ক্ষেতলাল(জয়পুরহাট) প্রতিনিধিঃ
আজ ৮ ই অক্টোবর মঙ্গলবার জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার সুনামধন্য সেচ্ছাসেবী সংগঠন উজ্জ্বল নক্ষত্র ফাউন্ডেশন এবং ক্ষেতলাল অনলাইন রক্তদান ও সেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে উপজেলার নিশ্চিতা বাজারে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ক্যাম্পেইনে প্রায় দুই শতাধিক মানুষকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে রিপোর্ট প্রদান করা হয়।
দিনব্যাপী এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল, জয়পুরহাট ০২ আসনের সংসদ সদস্য মাননীয় হুইপ জনাব আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপির রাজনৈতিক সহকারী,জনাব অ্যাডভোকেট এস.এম মোরশেদ (ব্যক্তিগত সমস্যার কারণে তিনি উপস্থিত হতে না পেরে সকলের কাছে দুঃখ প্রকাশ করেছেন)
প্রধান অতিথির নির্দেশে, বিশেষ অতিথি,জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতি ০২ এর পরিচালক,জনাব মোঃ মাহবুবুর হাসান চৌধুরী(রকেট) নিজের রক্তের গ্রুপ নির্ণয়ের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।
অতিথির বক্তব্যে তিনি উজ্জ্বল নক্ষত্র ফাউন্ডেশন এবং ক্ষেতলাল অনলাইন রক্তদান ও সেচ্ছাসেবী সংগঠনের বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরে প্রসংসা করেন এবং সবসময় এই দুই সংগঠনের পাশে থাকার অঙ্গীকার করেন।
এছাড়াও তিনি তার বক্তব্যের মাধ্যমে সর্বসাধারণকে সেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করেন।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন,ক্ষেতলাল উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক,মোঃ হেলাল মন্ডল।
যুবলীগ নেতা,মোঃ রুবেল হোসেন।
বেজার সরকারি প্রথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক,মোঃ রানা চৌধুরী।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উজ্জ্বল নক্ষত্র ফাউন্ডেশন এবং ক্ষেতলাল অনলাইন রক্তদান ও সেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply