মুহাম্মদ আমানুল্লাহ আমান, ক্ষেতলাল(জয়পুরহাট) প্রতিনিধিঃ
নারী জাগরণের কথা উঠলেই যে মহীয়সী নারীর নাম সবার আগে বাঙালীদের মনে জেগে ওঠে, তিনি বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন । তিনি ছিলেন বাঙালি নারী জাগরণের অগ্রদূত, গভীরভাবে সমাজ সচেতন ও যুক্তিবাদী। অন্যদিকে সমাজ পরিবর্তনে একনিষ্ঠ সংগঠক।
নারীদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসতে এই নারী সবার আগে নিজের হাতটি বাড়িয়ে দিয়েছিলেন। বেগম রোকেয়া দিবস আজ। দিবসটি বাংলাদেশে সরকারিভাবে একটি জাতীয় দিবস হিসেবেও বিবেচিত।
নারী জাগরণের এই পথিকৃত এর অবদানকে স্মরণ করে তার জন্ম ও মৃত্যুদিন হিসেবে ৯ ডিসেম্বরকে ‘রোকেয়া দিবস’ হিসেবে পালন করা হয়।
বেগম রোকেয়ার জন্ম ১৮৮০ সালে রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে, জমিদার পরিবারে। অল্প বয়সে বিহারের অধিবাসী ডেপুটি ম্যাজিস্ট্রেট সৈয়দ সাখাওয়াত হোসেনের সঙ্গে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন। মাত্র ৫৩ বছর বয়সে তিনি পরলোকগমন করেন।
সেই মহীয়সী নারীর সম্মানার্থে এবং আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২০ উদযাপন উপলক্ষে আজ ৯ অক্টোবর বুধবার সারাদেশের ন্যায় ক্ষেতলাল উপজেলা প্রশাসনের সহযোগিতায়, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে রোকেয়া দিবস উদযাপন ও বেগম রোকেয়া পদক-২০২০ জয়িতা দের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা, জনাব এ.এফ.এম আবু সুফিয়ান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
ক্ষেতলাল উপজেলা পরিষদের চেয়ারম্যান,জনাব মোঃ মোস্তাকিম মন্ডল।
উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,ক্ষেতলাল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ নওজেশআরা।
অনুষ্ঠানে ক্যাটাগরিতে ৫ জন নারীকে জয়িতা হিসেবে সংবর্ধনা দেয়া হয়। এসময় সরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply