মুহাম্মদ আমানুল্লাহ আমান, ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটের ক্ষেতলালে সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থার প্রতিবাদে ও মামলা প্রত্যাহারসহ নিঃশর্ত মুক্তির দাবিতে ক্ষেতলাল উপজেলার সাংবাদিকরা প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করেছে।
বৃহস্পতিবার ( ২০ মে) দুপুর ১২ টায় ক্ষেতলাল উপজেলা পরিষদ সামনে সদর রাস্তায় প্রথম আলো পত্রিকার সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে হেনস্থা করা ও মামলা প্রত্যাহারসহ নিঃশর্ত মুক্তির দাবিতে উপজেলার সাংবাদিকরা প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করেন।
ক্ষেতলাল প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম এর সভাপতিত্বে প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, দৈনিক কালের কন্ঠ পত্রিকার জয়পুরহাট প্রতিনিধি আলমগীর চৌধুরী, সাংবাদিক নজরুল ইসলাম, আজিজুল হক, মিজানুর রহমান, আনোয়ারুল ইসলাম, জি এম কিবরিয়া ও সাংবাদিক আখতারুজ্জামান তালুকদার প্রমুখ।
বক্তারা বলেন, সরকারের ভাবমূর্তি রক্ষায় সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে অতিদ্রুত মামলা হতে অব্যহতি প্রদান করে নিঃশর্ত মুক্তি দিতে হবে। সাংবাদিকেরা নিজেদের জীবন বাজি রেখে অনিয়ম দূর্নীতি তুলে ধরে দেশ ও দশের স্বার্থে কোন ব্যক্তি স্বার্থে নয়।
এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক আজিজার রহমান, হাসান আলী, আনোয়ার সাদাত সুইট, মোস্তাফিজুর রহমান, আবু হাসান, এস এম মিলন, আহমেদ পান্না, আমানুল্লাহ।
আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়ক ও মানবিক বন্ধু ফেরদৌসী রানা চৌধুরী, আলী মর্তুজা রবিন ও অনলাইন রক্তদান সংগঠনের সদস্য সাজু প্রমুখ।
Leave a Reply