গোমস্তাপুর উপজেলা প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের বেগমনগর ফরিং চকিদারের চেপটি আমবাগানে ২০ ডিসেম্বর রবিবার রাতে রাজাপুর গ্রামের মৃত কবিরুল ইসলামের একমাত্র ছেলে মেহেরুলকে (৩৩) কে বা কাহারা হত্যা করে চোখ উপড়ে ফেলে ও বিশেষ অঙ্গ কর্তন করে নিয়ে যায়। ২১ ডিসেম্বর সোমবার সকালে মেহেরুলের মৃত দেহ স্থানীয় এলাকাবাসী দেখতে পেয়ে গোমস্তাপুর থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশ, ডিবিসহ সি.আই.ডি দল ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয় এবং মৃত্য মেহেরুলকে উদ্বার করে। সে নাচোলে একটি পিয়ারা বাগানে কাজ করত। ঘটনাস্থলে সি.আই.সি দল অনেক সময় ধরে পরীক্ষা নিরীক্ষা ও তদন্ত্য করে। এবং মেহেরুলের মৃত্য দেহ থানায় নিয়ে যাওয়া হয়।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ দীলিপ কুমার দাস জানান, মৃত্য মেহেরুলের মৃত্য দেহ ময়নাতদন্ত করার জন্য থানা থেকে চাঁপাই সদরের মর্গে পাঠানো হবে এবং ময়নাতদন্ত শেষে মেহেরুলের মৃত্য দেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে। তিনি আরো বলেন যে, মেহেরুলকে হত্যার জন্য কেবা কারা জড়িত তা এখন পর্যন্ত জানা যায়নি, তবে গোমস্তাপুর থানার এর জন্য একটা হত্যা মামলা দায়ের করা হবে।
Leave a Reply